মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের অভিযোগ মমতার
মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের মাধ্যমে রাজ্যে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ করেছেন তিনি। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
ওয়েব ডেস্ক: মোদী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংসের অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনের মাধ্যমে রাজ্যে সমান্তরাল সরকার চালানোর অভিযোগ করেছেন তিনি। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর এক্তিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উদ্যোগে রাজধানীতে অ-কংগ্রেস অ-বিজেপি মুখ্যমন্ত্রীদের সম্মেলন। বিষয়, কেন্দ্র-রাজ্য সম্পর্ক এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা। আর সেখানেই বিজেপিকে তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন বলেও অভিযোগ করেছেন তিনি। বিরোধীদের জব্দ করতে সিবিআই-সহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগানো হচ্ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর।
মোদী-মমতা সখ্য নিয়ে ইদানিং রাজ্যে বিরোধীরা সরব। সেই প্রচার ভেস্তে দিতেই কি কৌশলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে গলা চড়ালেন মুখ্যমন্ত্রী? প্রশ্ন তুলছেন বিরোধীরা। এ দিনের সম্মেলনে মোদী সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন মমতা। সেই লড়াইয়ের শরিক হিসাবে মানিক সরকারের নামও শোনা গেছে তাঁর গলায়।
রাজনৈতিক মহলের মতে কেজরিওয়ালের সম্মেলনে যোগ দিয়ে ফেডারাল ফ্রন্টের সলতে পাকাতে চেয়েছেন মমতা। কিন্তু, সম্মেলনে কেজরিওয়াল, মানিক সরকার ও তিনি নিজে ছাড়া অন্য কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীই সশরীরে হাজির ছিলেন না।
ফলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছে পূরণ হল কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। বাংলা ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকেও এক মঞ্চে দেখা যায়নি। মানিক সরকার চলে যাওয়ার পর সম্মেলনে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। অস্বস্তি এড়াতে ইচ্ছে করেই কি এক ফ্রেমে ধরা দিলেন না তাঁরা? জল্পনা রাজনৈতিক
মহলে।