সুপ্রিম কোর্টে খারিজ পাড়ুই মামলা
সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল পাড়ুই মামলা। শীর্ষ আদালতের বিচারপতিরা জানিয়েছেন, হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেওয়ায় আইনত এই মামলায় হস্তক্ষেপ করতে পারেন না তাঁরা। কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা পর্যন্ত আবেদনকারীকে অপেক্ষা করতে হবে। হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন তিনি। শীর্ষ আদালতের এই নির্দেশের পর মামলাটি প্রত্যাহার করে নেন হৃদয় ঘোষের আইনজীবী।
সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গেল পাড়ুই মামলা। শীর্ষ আদালতের বিচারপতিরা জানিয়েছেন, হাইকোর্ট অন্তর্বর্তী নির্দেশ দেওয়ায় আইনত এই মামলায় হস্তক্ষেপ করতে পারেন না তাঁরা। কলকাতা হাইকোর্টে রায় ঘোষণা পর্যন্ত আবেদনকারীকে অপেক্ষা করতে হবে। হাইকোর্টের রায়ে সন্তুষ্ট না হলে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারবেন তিনি। শীর্ষ আদালতের এই নির্দেশের পর মামলাটি প্রত্যাহার করে নেন হৃদয় ঘোষের আইনজীবী।
তবে, পাড়ুই-কাণ্ডের দ্রুত তদন্তের ওপর গুরুত্ব দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা। গত বছরের একুশে জুলাই পঞ্চায়েত ভোটের সময় বীরভূমের পাড়ুইয়ের বাঁধনবগ্রামে খুন হন নির্দল প্রার্থী হৃদয় ঘোষের বাবা সাগর ঘোষ। এফআইআরে প্রথম নামটিই ছিল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কলকাতা হাইকোর্টে বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে সেই মামলার শুনানি চলছিল। তদন্তের গতিপ্রকৃতি নিয়ে একাধিক শুনানিতে অস্বস্তির মুখে পড়তে হয় রাজ্য সরকারকে। এগারোই এপ্রিল বিচারপতি দীপঙ্কর দত্ত রাজ্য পুলিসের ডিজিকে তলব করেন। নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন জানায়। পাড়ুই মামলার শুনানি তিন সপ্তাহ পিছিয়ে দেওয়ার নির্দেশ দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন হৃদয় ঘোষ।