পাঠানকোট জঙ্গি হামলা ভারতের সাজানো, দাবি পাকিস্তানের

পাঠানকোটে জঙ্গি হামলাই হয়নি। বিশ্বের সামনে নাটক সাজিয়েছে ভারত। এমনটাই দাবি, পাকিস্তানের যৌথ তদন্তকারী দলের। পাক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।  

Updated By: Apr 5, 2016, 02:11 PM IST
পাঠানকোট জঙ্গি হামলা ভারতের সাজানো, দাবি পাকিস্তানের

ওয়েব ডেস্ক: পাঠানকোটে জঙ্গি হামলাই হয়নি। বিশ্বের সামনে নাটক সাজিয়েছে ভারত। এমনটাই দাবি, পাকিস্তানের যৌথ তদন্তকারী দলের। পাক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে।

কয়েকদিন আগেই পাঠানকোটে এসে তদন্ত করে গেছেন ওই দলের সদস্যরা। তাঁদেরই একজনকে উদ্ধৃত করে 'পাকিস্তান টুডে' জানিয়েছে, ভারতের তরফে পেশ করা তথ্য প্রমাণে সন্দেহ প্রকাশ করেছেন পাক তদন্তকারীরা। তাঁদের মনে হয়েছে, পাকিস্তানকে বদনাম করতেই জঙ্গি হানার নাটক সাজিয়েছে ভারত। শুধু তাই নয়, পাঠানকোট কাণ্ডের তদন্তকারী, NIA অফিসার তনজিল আহমেদের হত্যাকেও হাতিয়ার করতে দ্বিধা করছে না পাকিস্তান। তাদের দাবি, পাঠানকোট কাণ্ডকে ধামাচাপা দিতেই ওই মুসলিম অফিসারকে হত্যা করা হয়েছে।   

.