পদ্ম-সম্মান পাচ্ছেন ১০৯ জন, বাংলার ৫
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র। এবার রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন মোট ১০৯ জন। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ। ২৭ জন পদ্মভূষণ এবং ৭৭ জন পদ্মশ্রী পাচ্ছেন।
প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে এবছরের পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের নাম ঘোষণা করল কেন্দ্র। এবার রাষ্ট্রীয় সম্মান পাচ্ছেন মোট ১০৯ জন। যার মধ্যে ৫ জন পদ্মবিভূষণ। ২৭ জন পদ্মভূষণ এবং ৭৭ জন পদ্মশ্রী পাচ্ছেন। সঙ্গীতে অনন্য অবদানের জন্য মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন বিশিষ্ট শিল্পী ভূপেন হাজারিকা। কলা বিভাগে সম্মানিত শান্তিনিকেতনের কেজি সুব্রমনিয়াণ। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন গোয়ার কার্টুন শিল্পী মারিও ডি মিরাণ্ডা। নাট্যকার খালেদ চৌধুরী এবং সরোদ শিল্পী পণ্ডিত বুদ্ধদেব দাশগুপ্ত-সহ, এবছর পদ্মভূষণে সম্মানিত হচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র। অভিনেত্রী শাবনা আজমি এবং পরিচালক মীরা নায়ারও পাচ্ছেন পদ্মভূষণ। এই বিভাগে রয়েছেন কূটনীতিক রণেন সেন এবং হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি। পদ্মশ্রী প্রাপকদের মধ্যে রয়েছেন ক্রিড়াবিদ ঝুলন গোস্বামী, জফর ইকবাল, সঙ্গীত শিল্পী অনুপ জালোটা, সঙ্গীত পরিচালক ভনরাজ ভাটিয়া সহ আরও অনেকে।