অভিশপ্ত নারীজন্ম, প্রতিক্রিয়া বিশিষ্টজনেদের

দেশে একের পর এক ঘটে চলেছে কন্যা সন্তান নিগ্রহের ঘটনা। দিল্লির ২ বছরের শিশু ফলক, গোয়ালিয়রের দেড়দিনের শিশু বা ব্যাঙ্গালোরের ৩ মাসের ছোট্ট আফরিন। অরা প্রত্যেকেই শিকার হয়েছে অমানবিক নির্যাতনের। প্রতিবাদে সরব হয়েছেন এ রাজ্যের বিশিষ্টজনেরা।

Updated By: Apr 10, 2012, 09:48 PM IST

দেশে একের পর এক ঘটে চলেছে কন্যা সন্তান নিগ্রহের ঘটনা। দিল্লির ২ বছরের শিশু ফলক, গোয়ালিয়রের দেড়দিনের শিশু বা ব্যাঙ্গালোরের ৩ মাসের ছোট্ট আফরিন। অরা প্রত্যেকেই শিকার হয়েছে অমানবিক নির্যাতনের। প্রতিবাদে সরব হয়েছেন এ রাজ্যের বিশিষ্টজনেরা।
এইভাবে একের পর এক কণ্যাসন্তান হত্যার ঘটনায় অজ্ঞানতাকেই দায়ী করেছেন সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। এধরনের ঘটনা মোকাবিলায় সঠিক শিক্ষা, সচেতনার পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তিই একমাত্র হাতিয়ার বলে মনে করেন তিনি।   

সামাজিক ভেদাভেদের কারণেই আজও কন্যাসন্তানকে খুন করার মত ঘটনা ঘটে চলেছে বলে মনে করেন মনরোগ বিশেষজ্ঞ পারমিতা মিত্র ভৌমিক। এধরনের ঘটনার মোকাবিলা করতে হলে সঠিক শিক্ষা এবং সচেতনার উপর জোর দিয়েছেন তিনি।
কন্যাসন্তানের ওপর নৃশংস অত্যাচারের ঘটনার নিন্দায় সরব সমাজকর্মী রত্নাবলী রায়ও। তাঁর মতে দেশজুড়ে দিনদিন বাড়ছে নারীদের ওপর অত্যাচারের ঘটনা। সমস্যা মোকাবিলায়, শুধু সচেতনাবৃদ্ধিই নয়, পাশপাশি সামাজের বিভিন্ন দিকগুলোও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।
অন্যদিকে শিল্পী সমীর আইচের বক্তব্য, শুধুমাত্র মেয়ে হয়ে জন্মানোর অপরাধে দেড়দিনের সন্তানকে নিজের বাবার হাতে খুন হতে হয়েছে গোয়ালিয়রে। বেঙ্গালুরুতে একই কারণে বাবার হাতে নৃশংস অত্যাচারের শিকার তিনমাসের শিশুকন্যা আফরিন। এ ধরনের ঘটনার জন্য মূলত সচেতনতার অভাবকেই দায়ী করেছেন তিনি।

.