পাকিস্তানি সাংবাদিককে 'যোগ্য জবাব' দিলেন অমিতাভ বচ্চন

অলিম্পিকে মেডেল বুভুক্ষু ১২০ কোটির ভারতবর্ষ ওই ১১৮ প্রতিযোগীর দিকে চেয়ে রয়েছেন 'সম্মান'-এর আশায়। 'গর্বের আলোয়' উদ্ভাসিত হওয়ার কামনায়। কিন্তু না, একের পর এক ব্যার্থতা। কান ঘেঁষে দীপা কর্মকার, অভিনব বিন্দ্রার প্রস্থান সেই আশায় জল ঢেলে দিয়েছে। আর ঠিক তখনই ঝলকে উঠেছেন সাক্ষী। দেশের জন্য ছিনিয়ে এনেছেন ব্রোঞ্জ। সারা ভারত উদ্বেলিত। আর ভারতের এই খুশিকেই তীর্যক টুইটে বিদ্ধ করেছেন পাকিস্তানি সাংবাদিক ওমর কুরেশি-

Updated By: Aug 18, 2016, 05:50 PM IST
পাকিস্তানি সাংবাদিককে 'যোগ্য জবাব' দিলেন অমিতাভ বচ্চন

ওয়েব ডেস্ক: অলিম্পিকে মেডেল বুভুক্ষু ১২০ কোটির ভারতবর্ষ ওই ১১৮ প্রতিযোগীর দিকে চেয়ে রয়েছেন 'সম্মান'-এর আশায়। 'গর্বের আলোয়' উদ্ভাসিত হওয়ার কামনায়। কিন্তু না, একের পর এক ব্যার্থতা। কান ঘেঁষে দীপা কর্মকার, অভিনব বিন্দ্রার প্রস্থান সেই আশায় জল ঢেলে দিয়েছে। আর ঠিক তখনই ঝলকে উঠেছেন সাক্ষী। দেশের জন্য ছিনিয়ে এনেছেন ব্রোঞ্জ। সারা ভারত উদ্বেলিত। আর ভারতের এই খুশিকেই তীর্যক টুইটে বিদ্ধ করেছেন পাকিস্তানি সাংবাদিক ওমর কুরেশি-

আর তক্ষুণি গর্জে উছেছেন ভারতের সত্তোরোর্ধ 'অ্যাংরি ইয়াং ম্যান', অমিতাভ বচ্চন। টুইটারেই কুরেশিকে সপাটে ফিরিয়ে দিয়েছেন বিগ বি।

আর এর থেকে আবারও সামনে এল অমিতাভের দেশের প্রতি আপসহীন ভালবাসা।

.