Ulubria Incident: আলোর উত্সবে প্রাণঘাতী বাজি! উলুবেড়িয়ায় মৃত্যু ২ শিশু-সহ ৩ জনের...
Ulubria Incident: স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় ওই বাড়ির মজুত ছিল প্রচুর বাজি। আজ, শুক্রবার সন্ধেয় ঘরের ভিতরেই বাজি পোড়াচ্ছিল ওই তিনজন। সেখান থেকেই কোনওভাবে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, ঘর থেকে আর বেরোতে পারেনি তারা।
Updated By: Nov 1, 2024, 11:34 PM IST
শুভাশিস মণ্ডল: আলোর উত্সবে 'প্রাণঘাতী' বাজি! দাউ দাউ করে জ্বলে উঠল গোটা বাড়ি। সেই আগুনেই ঝলসে মৃত্যু হল ২ শিশু-সহ ৩ জনে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়।
স্থানীয় সূত্রে খবর, আজ, শুক্রবার সন্ধেয় উলুবেড়িয়ার বাজারপাড়া এলাকায় একটি বাড়িতে ঘরের ভিতরেই বাজি পোড়াচ্ছিল ওই তিনজন। সেখান থেকেই কোনওভাবে আগুন ধরে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, ঘর থেকে আর বেরোতে পারেনি তারা।
এদিকে বাড়ির ভিতরে আগুন জ্বলতে দেখে দমকল ও থানা খবর দেন প্রতিবেশীরা। এরপর কোনওরকমে ঘর থেকে ২ শিশু ও এক কিশোরীকে উদ্ধার করেন দমকলকর্মীরা। কিন্তু কাউকেই বাঁচানো যায়নি। এলাকার শোকের ছায়া।