ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গতকাল মাঝরাত থেকে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ২.৩৫ টাকা। ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৫০ পয়সা।
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম। গতকাল মাঝরাত থেকে লিটার পিছু পেট্রোলের দাম বেড়েছে ২.৩৫ টাকা। ডিজেলের দাম বেড়েছে লিটার পিছু ৫০ পয়সা।
আশঙ্কা ছিলই। সেই আশঙ্কাই সত্যি হল। ক্ষতির বহর সামলা দিতে পেট্রোল, ডিজেলের দাম বাড়াল তেল কোম্পানিগুলি। টাকার দামের লাগাতার পতনের ফলে বাড়ছিল অশোধিত তেল আমদানির খরচ। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ছিল উর্ধ্বমুখী। টাকার দাম অস্বাভাবিক কমে যাওয়ার ফলে তেল কোম্পানিগুলির এক লক্ষ আশি হাজার টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছিলেন পেট্রোলিয়াম মন্ত্রী বীরাপ্পা মইলি. এনিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন তিনি. ক্ষতি সামাল দিতে শেষমেষ দাম বাড়ানোর পথে হাঁটল তেল সংস্থাগুলি। শনিবার মাঝরাত থেকেই কার্যকর হল পেট্রোল, ডিডেলের বর্ধিত দাম।
পরিসংখ্যান বলছে, গত তিনমাসে এই নিয়ে ছবার দাম বাড়ল পেট্রোল ডিজেলের। জানুয়ারি থেকে ধরলে দাম বাড়ল আটবার। মুম্বইতে পেট্রোলের দাম কলকাতার সমান।
এবার একঝলকে দেখে নেওয়া যাক নতুন দামের হালহকিকত
শহর বর্তমান মূল্য
দিল্লিতে 2.82 পয়সা বেড়ে পেট্রোলের দাম হল 74.10 টাকা
কলকাতা 2.93 পয়সা বেড়ে পেট্রোলের দাম হল 81.57 টাকা
মুম্বই 2.96 পয়সা বেড়ে পেট্রোলের দাম হল 81.57 টাকা
চেন্নাইতে 2.99 পয়সা বেড়ে পেট্রোলের দাম হল 77.48 টাকা
এ বার দেখে নেওয়া যাক ডিজেলের কথা
শহর বর্তমান মূল্য বৃদ্ধি বর্ধিত মূল্য
দিল্লি 51.40 0.57 51.97
কলকাতা 55.74 0.59 56.33
মুম্বই 58.23 0.63 58.86
চেন্নাই 54.76 0.61 55.37
পেট্রপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। বর্ধিত দাম ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। টাকার অবমূল্যায়নের জন্য অভ্যন্তরীণ কিছু কারণকে দায়ী করেছিলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ডি সুব্বারাও। এই উদাহরণ তুলে জয়ললিতা বলেছেন
অভ্যন্তরীণ কারণগুলি কাটিয়ে উঠতে না পারলে টাকার পতন রোখা সম্ভব নয়। টাকার পতন রুখতে না পারলে পেট্রোপণ্যের দাম বৃদ্ধি প্রায় অবশ্যম্ভাবী বিষয় হয়ে উঠবে। তেল সংস্থাগুলির পেট্রোপণ্যের দাম নির্ধারণের ক্ষমতা কেড়ে নেওয়া উচিত বলেও মন্তব্য করেছেন জয়ললিতা।