ফের দামি পেট্রোল-ডিজেল, এক সপ্তাহে পেট্রোলের দাম বাড়ল প্রায় ৪ টাকা

ওয়াকিবহাল মহলের ধারনা, দাম আরও বাড়তে পারে

Updated By: Jun 13, 2020, 04:00 PM IST
ফের দামি পেট্রোল-ডিজেল, এক সপ্তাহে পেট্রোলের দাম বাড়ল প্রায় ৪ টাকা

নিজস্ব প্রতিবেদন: আনলক শুরু হতেই পেট্রোল-ডিজেলের দাম যেন আনলকড হয়ে গিয়েছে। ৮৩ দিন পর দাম বাড়ানো শুরু। তারপর টানা সাত দিন ধরে বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম।

আরও পড়ুন-খুলে গেল দক্ষিণেশ্বর মন্দির, তবে জানেন কীভাবে পুজো দিতে পারবেন?

শনিবার পেট্রোলে বাড়ল ৫৯ পয়সা ও ডিজেলে বাড়ানো হল ৫৮ পসয়া। সবেমিলিয়ে গত ৭ দিনে পেট্রোলে বেড়েছে ৩.৯০ টাকা ও ডিজেলে বেড়েছে ৪ টাকা প্রতিলিটার।

কলকাতায় আজ পেট্রোলের দাম বেড়ে হল ৭৭.০৫ টাকা, চেন্নাইয়ে ৭৮.৯৯ টাকা, মুম্বইয়ে ৮২.১০ টাকা ও দিল্লিতে ৭৫.১৬ টাকা।

অন্যদিকে, কলকাতায় শনিবার লিটারপ্রতি ডিজেলের দাম হল ৬৯.২৩ টাকা, চেন্নাইয়ে ৭১.৬৪ টাকা, মুম্বইয়ে ৭২.০২ টাকা ও দিল্লিতে ৭৩.৩৯ টাকা।

আরও পড়ুন-নিরাপত্তার ঘেরাটোপে থেকে করোনা থেকে রেহাই পাননি দুনিয়ায় এইসব তাবড় রাজনীতিবিদরা

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর ফলেই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে বলে জানা যাচ্ছে। তবে কেন্দ্র লেভি বসানোর ফলে দাম অনেকাটাই বৃদ্ধি পেয়েছে। ওয়াকিবহাল মহলের ধারনা, দাম আরও বাড়তে পারে। পাশাপাশি ডলার ও রুপির বিনিময় মূল্যের প্রভাবও তেলের ওপরে পড়ছে।

.