ভারত -নেপাল সীমান্তে পেট্রোল-ডিজেলের কালোবাজারি
ভারত -নেপাল সীমান্তে রমরমিয়ে চলছে পেট্রোল-ডিজেলের কালোবাজারি। সীমান্তে নাকাবন্দি চলায় চরম দুর্ভোগে পড়েছে নেপালের মানুষজন। এই সুযোগে মাথাচাড়া দিয়েছে পেট্রোল- ডিজেলের বড়সড় পাচার চক্র।
ওয়েব ডেস্ক: ভারত -নেপাল সীমান্তে রমরমিয়ে চলছে পেট্রোল-ডিজেলের কালোবাজারি। সীমান্তে নাকাবন্দি চলায় চরম দুর্ভোগে পড়েছে নেপালের মানুষজন। এই সুযোগে মাথাচাড়া দিয়েছে পেট্রোল- ডিজেলের বড়সড় পাচার চক্র।
ভারত -নেপাল সীমান্তের বিক্ষোভ সামাল দিতে গুলি চালিয়েছিল নেপাল পুলিস। তাতেই মৃত্যু হয় এক ভারতীয় নাগরিকের। গুলিচালনার পর পক্ষকালের অস্থিরতা আরও চরম আকার নেয়। নকশালবাড়ি থেকে পানিট্যাঙ্কি পর্যন্ত সার দিয়ে দাঁড়িয়ে বারশ গাড়ি।
জ্বালানির চরম সঙ্কট চলছে গোটা নেপাল জুড়ে। ফলে পেট্রোল, ডিজেলের কালোবাজারির জাঁকিয়ে বসেছে। ষাট -সত্তর টাকার পেট্রোল -ডিজেল বিকোচ্ছে দুশ থেকে পাঁচশ টাকায়। পাচার চক্রে জড়িয়ে পড়েছেন বহু মানুষ। তেল পাচারের এত বড় চক্র আগে কখনও গড়ে ওঠেনি বলেই জানিয়েছেন নেপাল সীমান্তের মানুষজন।
SSB, পুলিস, কাস্টমস চোখের সামনে রমরমিয়েই চলছে পাচার চক্র।