ফুলন দেবী হত্যাকাণ্ডে শের সিংকে দোষী সাব্যস্ত করল দিল্লি আদালত
ফুলন দেবী হত্যাকাণ্ডে অভিযুক্ত শের সিং রানাকে দোষী সাব্যস্ত করল দিল্লি আদালত। দুঁদে ডাকাত থেকে সাংসদ হওয়া ফুলন দেবী হত্যার ১৩ বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। ২০০১ সালে ২৫ জুলাই অশোকা রোডের বাড়ির সামনেই খুন হন তিনি। উত্তর প্রদেশের মিরজাপুরের সমাজবাদী পার্টির সাংসদ ছিলেন ফুলন দেবী।
নয়াদিল্লি: ফুলন দেবী হত্যাকাণ্ডে অভিযুক্ত শের সিং রানাকে দোষী সাব্যস্ত করল দিল্লি আদালত। দুঁদে ডাকাত থেকে সাংসদ হওয়া ফুলন দেবী হত্যার ১৩ বছর পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল আদালত। ২০০১ সালে ২৫ জুলাই অশোকা রোডের বাড়ির সামনেই খুন হন তিনি। উত্তর প্রদেশের মিরজাপুরের সমাজবাদী পার্টির সাংসদ ছিলেন ফুলন দেবী।
শের সিং রানা দোষী সাব্যস্ত হলেও বাকি ১১ জন অভিযুক্ত ছাড়া পেয়ে গিয়েছে। দোষী সাব্যস্ত হওয়ার পর শের সিং কোর্টে রুমে বলেন, ""যখন অন্যদের ছেড়ে দিয়েছেন, আমাকে কেন দোষী করলেন?'' ফুলন দেবীলে হত্যা করে আত্মসমর্পন করেন শের সিং। কিন্তু ২০০৪ সালে তিহার জেল ভেঙে পালায় সে। আফগানিস্তানের কান্দাহারে গা ঢাকা দেন তিনি। শোনা গিয়েছিল তেমনই। এর দু'বছর পর কলকাতা থেকে পুলিস তাকে গ্রেফতার করে।