শিল্পা বা হৃত্বিক, বলিউড সেলেবদের রাম রহিম সিং প্রীতি দেখেছেন..

Updated By: Aug 29, 2017, 10:29 AM IST
শিল্পা বা হৃত্বিক, বলিউড সেলেবদের রাম রহিম সিং প্রীতি দেখেছেন..

ওয়েব ডেস্ক : গুরমিত রাম রহিম সিং। বর্তমানে সবচেয়ে চর্চিত ব্যক্তিই হলেন এই ব্যক্তি। ২ মহিলাকে ধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই রাম রহিম সিং-এর ২০ বছরের কারাদণ্ডের সাজাও ঘোষণা করেছে আদালত। গুরমিত রাম রহিম সিং-কে গ্রেফতারের পর থেকেও উত্তপ্ত হয়ে ওঠে পঞ্জাব, হরিয়ানা। ডেরা প্রধানের সাজা ঘোষণার পরও ফের নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করেছে। পঞ্জাব, হরিয়ানার সঙ্গে সেই তালিকা থেকে বাদ পড়েনি দিল্লি এবং উত্তরপ্রদেশেরও বেশ কিছু অংশ। কিন্তু, যাঁকে নিয়ে পঞ্জাব এবং হরিয়ানা জুড়ে হুলুস্থুল শুরু হয়েছে, সেই রাম রহিম সিং-এর সঙ্গে বলিউডেরও বেশ কিছু সেলেবকে দেখা গিয়েছে।

কখনও হৃত্বিক রোশন আবার কখনও রাখি সাওয়ান্ত আবার কখনও শিল্পা শেঠি আবার কখনও। একের পর এক বলিউড সেলেবদের সঙ্গে দেখা গিয়েছে গুরমিতকে। শুধু বলিউড নয়, ২২ গজেও ছিল রাম রহিমের অবাধ যাতায়াত। বিরাট কোহলি, শিখর ধাওয়ান সহ বক্সার বিজেন্দ্রর সঙ্গেও দেখা গিয়েছে গুরমিত রাম রহিম সিংকে।

দেখুন সেই ছবি... 

হৃত্বিক রোশন এবং রাখি সাওয়ান্তের সঙ্গে গুরমিত..

শিল্পা শেঠি, সমীরা শেঠির সঙ্গে..

বক্সার বিজেন্দ্রর সঙ্গে..

জাভেদ আখতারের সঙ্গে..

বরুন ধাওয়ানের সঙ্গে..

সলমন খানের ভাই সোহেল খানের সঙ্গে..

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবিশ-এর সঙ্গে..

.