যোজনা কমিশন আজ থেকে 'নীতি আয়োগ'

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী নাম বদলালো যোজনা কমিশনের। আজ থেকে যোজনা কমিশনের পরিচিতি 'নীতি আয়োগ'।  

Updated By: Jan 1, 2015, 12:22 PM IST
যোজনা কমিশন আজ থেকে 'নীতি আয়োগ'

নয়া দিল্লি: স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণা অনুযায়ী নাম বদলালো যোজনা কমিশনের। আজ থেকে যোজনা কমিশনের পরিচিতি 'নীতি আয়োগ'।  

নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই ইনস্টিটিউশন নয়া-যুগের দিকে এক ধাপ এগিয়ে গেল বলে মনে করা হচ্ছে।

কমিশনের বদলে নতুন বডির স্ট্রাকচার কী হবে সে বিষয়ে আলোচনা করতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

এই বৈঠকে সংখ্যাগরিষ্ঠ কমিশনের ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে মত দেন।

যদিও, কংগ্রেসের ক্ষমতাধীন রাজ্যগুলি এই প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার বিরোধীতা করে। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে তৈরি এই প্রতিষ্ঠানকে একেবারে ভেঙে ফেলার বদলে বিদ্যমান বডির পুনর্গঠনের দাবি জানায়।

প্রসঙ্গত এই কমিশন তৈরির সময় প্রভূত বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন স্বয়ং নেহেরু। কিন্তু তারপর কেন্দ্র সরকারের বিবিধ অর্থনৈতিক পলিসি ও ডেভলেপমেন্ট প্ল্যানের রূপায়ণের প্ল্যাটফর্ম রূপে কাজ করেছে এই কমিশন।

প্ল্যানিং কমিশনের বদলে প্রাদেশিক সমবায়ের উপর ভিত্তি করে নতুন বডি তৈরির দাবিতে লোকসভায় অনড় থাকেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

 

.