বেঙ্গালুরুর মার্কেটে দেদার বিক্রি হচ্ছে প্লাস্টিকের চিনি
প্লাস্টিক চালের পর এবার প্লাস্টিকের চিনি। উত্তরাখণ্ডে মোটা টাকার বিনিময়ে প্লাস্টিকের চাল বিক্রি হচ্ছে, এই অভিযোগ সামনে আসার সাথে সাথেই সামনে এল বেঙ্গালুরুর ঘটনা।
ওয়েব ডেস্ক : প্লাস্টিক চালের পর এবার প্লাস্টিকের চিনি। উত্তরাখণ্ডে মোটা টাকার বিনিময়ে প্লাস্টিকের চাল বিক্রি হচ্ছে, এই অভিযোগ সামনে আসার সাথে সাথেই সামনে এল বেঙ্গালুরুর ঘটনা।
অভিযোগ, বেঙ্গালুরুর বাজারে বিক্রি হচ্ছে নকল চিনি। প্লাস্টিকের চিনি। দেখতে একদম ঠিক আসল চিনির দানার মতই। অভিযোগ সামনে আসতেই ক্রেতাদের মনে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অভিযোগের সত্য-মিথ্যা যাচাইয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Plastic sugar being sold in Bengaluru markets, creating panic among the residents who are now exercising caution while buying the commodity. pic.twitter.com/8b5Leb2LdI
— ANI (@ANI_news) June 7, 2017
আরও পড়ুন, প্রেমিকের জন্য এই যুবতী যা করল, শুনলে তাজ্জব হয়ে যাবেন!