দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী বৈঠক বুধবার

জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি রওনা হচ্ছেন তিনি। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।

Updated By: Feb 21, 2012, 10:30 AM IST

জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র সহ বিভিন্ন বিষয়ে কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই বুধবার প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লি রওনা হচ্ছেন তিনি। বুধবার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক।
নানা বিষয়ে কেন্দ্রের সঙ্গে বিরোধ মেটাতে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গেই কথা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী। আর্থিক সাহায্য নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের বিরোধ বারবার প্রকাশ্যে এসেছে। বাজেটের আগে এবিষয়ে ফের প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী। চলতি মাসের ২৯ তারিখ দার্জিলিঙ যাচ্ছেন তিনি। গোর্খা জনমুক্তি মোর্চার ক্ষোভ দূর করতে দ্রুত জিটিএ চুক্তি বাস্তবায়িত করা তাঁর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এনিয়েও, প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবেন তিনি। জাতীয় সন্ত্রাসদমন কেন্দ্র রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করবে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও তাঁকে সমর্থন করেছেন। এই বিষয়টি ছাড়াও তিস্তা চুক্তি, বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হবে তাঁর।   

.