যোজনা কমিশনের নয়া রূপ দিতে মানুষের কাছে পরিকল্পনা চাইছেন প্রধানমন্ত্রী
যোজনা কমিশনের বদল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে সংসদের ঘরে বাইরে। যোজনা কমিশনের নয়া রূপ কী হবে, তা জানতে মানুষের পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য একটি বিশেষ ওয়েবসাইট খুলেছে সরকার। ওপেন ফোরাম ওই ওয়েব সাইট mygov.nic.in-এ গিয়ে মতামত জানানোর ব্যবস্থা করা হয়েছে।
নয়াদিল্লি: যোজনা কমিশনের বদল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে সংসদের ঘরে বাইরে। যোজনা কমিশনের নয়া রূপ কী হবে, তা জানতে মানুষের পরামর্শ চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর জন্য একটি বিশেষ ওয়েবসাইট খুলেছে সরকার। ওপেন ফোরাম ওই ওয়েব সাইট mygov.nic.in-এ গিয়ে মতামত জানানোর ব্যবস্থা করা হয়েছে।
এবিষয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, "একবিংশ শতাব্দীর জন্য আমরা এই প্রতিষ্ঠানটা তৈরি করতে চাই।" নতুন যোজনা কমিশনে রাজ্য সরকারগুলিকে এগিয়ে রাখাই লক্ষ্য মোদী সরকারের।