New Series of Coins: নতুন ধাঁচের মুদ্রা 'মনে করাবে গৌরবের অতীত'
'আজাদি কা অমৃত মহোৎসব'-এর উদযাপনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ধাঁচের কয়েনের উদ্বোধন করলেন।
নিজস্ব প্রতিবেদন: অচিরেই বাজারে আসতে চলছে বেশ কয়েকটি ডিনোমিনেশনের মুদ্রা। যা দৃষ্টিহীনদের ব্যবহারোপযোগীও। প্রধানমন্ত্রী এক অনুষ্ঠানে মুদ্রাগুলি প্রকাশ করেছেন।
'আজাদি কা অমৃত মহোৎসব'-এর উদযাপনের অংশ হিসেবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন ধাঁচের কয়েনের উদ্বোধন করলেন। ১টাকা, ২টাকা, ৫টাকা, ১০টাকা ও ২০টাকার কয়েন প্রকাশ করেন প্রধানমন্ত্রী। অচিরেই বাজারে আসতে চলা এই কয়েনগুলি দৃষ্টিহীনদের ব্যবহারের উপযোগী করেই নির্মিত হয়েছে। প্রধানমন্ত্রী কয়েন প্রকাশ করে তাঁর ভাষণে বলেনও-- এই মুদ্রাগুলি দেশবাসীকে তাঁদের গৌরবের কালকে মনে করাবে এবং আগামি দিনে আরও উন্নত ভারত গড়তে তাঁদের প্রেরণা দেবে।
আরও পড়ুন: Indian Currency: এবার ভারতীয় নোটে রবীন্দ্রনাথ ও কালামের ছবি?