ভোজ আমন্ত্রণে মায়াবতীর সাহায্যপ্রার্থী মনমোহন
মুলায়মের পর এবার মায়াবতী। সংসদের শীতকালীন অধিবেশনের আগে আজ বিএসপি নেত্রীকে মধ্যাহ্নভোজে ডাকেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সাত নম্বর রেসকোর্স রোডে মায়াবতী উপস্থিত হলে সংসদের দুই কক্ষে সরকারের পাশে থাকার জন্য তাঁকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর প্রধানমন্ত্রীর আবেদন রাখার কথা গুরত্ব দিয়ে ভাববেন বলে মায়াবতী আশ্বাস দিয়েছেন।
মুলায়মের পর এবার মায়াবতী। সংসদের শীতকালীন অধিবেশনের আগে আজ বিএসপি নেত্রীকে মধ্যাহ্নভোজে ডাকেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সাত নম্বর রেসকোর্স রোডে মায়াবতী উপস্থিত হলে সংসদের দুই কক্ষে সরকারের পাশে থাকার জন্য তাঁকে অনুরোধ করেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর প্রধানমন্ত্রীর আবেদন রাখার কথা গুরত্ব দিয়ে ভাববেন বলে মায়াবতী আশ্বাস দিয়েছেন।
যদিও, সংসদের অধিবেশনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন, এ কথা মানতে চাননি মায়াবতী। আজকের মধ্যাহ্নভোজে উপস্থিত ছিলেন সংসদ বিষয়ক মন্ত্রী কমল নাথও। শুক্রবার, সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং যাদবকে নৈশভোজে আপ্যায়িত করেছিলেন প্রধানমন্ত্রী। বাইশে নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। খুচরো ব্যবসায়ে বিদেশি বিনিয়োগ, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, বিমা-পেনশন বিল নিয়ে অধিবেশনে বিরোধীদের আক্রমণের মুখে পড়বে সরকার। এই পরিস্থিতিতে সপা, বসপা-র মত যে সব দল সরকারকে বাইরে থেকে সমর্থন দিচ্ছে, তাদের পাশে চাইছেন প্রধানমন্ত্রী।