সংসদে অচলাবস্থার প্রতিবাদে আজ অনশনে মোদী, অমিত শাহ সহ বিজেপি সাংসদরা

তবে অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্মও করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সভাপতি অমিত শাহ আজ অনশন পালন করবেন একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে । অনশনে বসবেন বিজেপির সব সাংসদ। নিজের নিজের কেন্দ্রে চলবে তাঁদের অনশন।

Updated By: Apr 12, 2018, 09:17 AM IST
সংসদে অচলাবস্থার প্রতিবাদে আজ অনশনে মোদী, অমিত শাহ সহ বিজেপি সাংসদরা

নিজস্ব প্রতিবেদন:  বিজেপির সব সাংসদকে নিয়ে আজ অনশনে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংসদের অচলাবস্থার প্রতিবাদে আজ অনশনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী-অমিত শাহ।

মোদী এদিন বলেন, ''একদিনও সংসদ সচল হতে দেয়নি ওরা। গণতন্ত্রকে হত্যা করেছে। অনশনে বসে বিশ্বের সামনে ওদের অপরাধ ফাঁস করব। অনশন করলেও আমার কাজে ব্যাঘাত হবে না।'' বিজেপির অভিযোগ, কংগ্রেসের অগণতান্ত্রিক কার্যকলাপেই বাজেট অধিবেশন ব্যাহত হচ্ছে।

আরও পড়ুন- তাজমহল কার? ওয়াকফ বোর্ডের কাছে শাহজাহানের স্বাক্ষরিত নথি চাইল সুপ্রিম কোর্ট

তবে অনশনের পাশাপাশিই সরকারি কাজকর্মও করবেন প্রধানমন্ত্রী। বিজেপি সভাপতি অমিত শাহ আজ অনশন পালন করবেন একই ইস্যুতে কর্নাটকের হুবলিতে । অনশনে বসবেন বিজেপির সব সাংসদ। নিজের নিজের কেন্দ্রে চলবে তাঁদের অনশন।

প্রধানমন্ত্রী অনশনে বসার সিদ্ধান্ত নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস। দলের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''এটা অনশন নয়, লোকদেখানো। এসএসসি ও সিবিএসসি-র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর পরীক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে অনশন করুন প্রধানমন্ত্রী। দলিতদের কাছে ক্ষমা চান।''

 

.