দাগী সাংসদদের বিরুদ্ধে ফৌজদারি মামলার দ্রুত নিষ্পতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রককে দাগী সাংসদদের বিরুদ্ধে সমস্ত ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

Updated By: Jul 25, 2014, 09:42 AM IST
দাগী সাংসদদের বিরুদ্ধে ফৌজদারি মামলার দ্রুত নিষ্পতির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

নিউ দিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও আইনমন্ত্রককে দাগী সাংসদদের বিরুদ্ধে সমস্ত ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

নির্বাচনী প্রচারের সময় মোদী কথা দিয়েছিলেন ভোটে জিতে আসলে দুর্নীতির প্রশ্নে কোনও আপোষ করবেন না তিনি।

প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে সমন্বয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রক অভিযুক্ত রাজনীতিকদের বিরুদ্ধে মামলাগুলি খতিয়ে দেখতে শুরু করে দিয়েছে।

অনুমান করা হচ্ছে এই বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে ঐক্যমতে পৌছতে সমস্যার সম্মুখীন হবে বিজেপি।

মামলাগুলি অযথা টেনে নিয়ে যাওয়ার অভিপ্রায় কেউ যাতে জামিন, বা অন্য উপায়ে বিরতির অপব্যবহার করতে না পারে সে বিষয়ে কড়া নির্দেশ দিয়েছে বিজেপি সরকার।

বর্তমানে সংসদের ৩৪% (১৮৬জন) সদস্যের বিরুদ্ধে কোনও না কোনও ফৌজদারি মামলা চলছে।  

 

.