নিজের 'সই' নিয়ে জনসাধারণকে সাবধান করলেন মোদী!
'এটা আমার সই নয়। এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।' ঠিক এই ভাষাতেই দেশের মানুষকে সাবধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতর্ক করলেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের। আজ টুইটারে প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি পোস্ট করা হয়।
ওয়েব ডেস্ক : 'এটা আমার সই নয়। এটা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না।' ঠিক এই ভাষাতেই দেশের মানুষকে সাবধান করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সতর্ক করলেন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের। আজ টুইটারে প্রধানমন্ত্রী দফতরের পক্ষ থেকে এই মর্মে একটি পোস্ট করা হয়।
প্রধানমন্ত্রীর 'সই' করা একটি চিঠি। সেই চিঠির ছবি শেয়ার করে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নামাঙ্কিত এই সইটি নকল। কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'সই' বলে ছড়িয়ে পড়েছে। কিন্তু এটা পুরোটাই ভুয়ো। তাই মানুষ যেন সতর্ক থাকে। কোনও ফাঁদে পা না দেন।
Few appeals with PM’s ‘signature’ are circulated on social media. Such documents are not authentic. pic.twitter.com/9AOcvHStFu
— PMO India (@PMOIndia) August 31, 2016