ছাত্রীদের সামনে প্যান্ট খুলে অসভ্যতা শিক্ষকের, কী করলেন ছাত্রীরা! (ভিডিও)

একেই বলে উচিত শিক্ষা। মদ খেয়ে কলেজ ছাত্রীদের সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন বিনোদ কুমার। যিনি আসলে একজন গৃহ শিক্ষক। সেই শিক্ষক মদ খেয়ে ছাত্রীদের কুপ্রস্তাবও দিচ্ছিলেন। সেই শিক্ষককে উচিত শিক্ষা দিলেন ছাত্রীরাই।

Updated By: Aug 31, 2016, 05:10 PM IST
ছাত্রীদের সামনে প্যান্ট খুলে অসভ্যতা শিক্ষকের, কী করলেন ছাত্রীরা! (ভিডিও)

ওয়েব ডেস্ক: একেই বলে উচিত শিক্ষা। মদ খেয়ে কলেজ ছাত্রীদের সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন বিনোদ কুমার। যিনি আসলে একজন গৃহ শিক্ষক। সেই শিক্ষক মদ খেয়ে ছাত্রীদের কুপ্রস্তাবও দিচ্ছিলেন। সেই শিক্ষককে উচিত শিক্ষা দিলেন ছাত্রীরাই।

আরও পড়ুন- মধুচক্রের আন্তর্জাতিক ডেরা! আলমারির মধ্যে আটকে রাখা হত যুবতীদের

অভিযুক্ত বিনোদ কুমার মোটরবাইকে চড়ে তাঁর রাস্তা আটকে দাঁড়ায়। এর পরে ওই ছাত্রীকে লিফট্‌ দিতে চায় সে। প্রস্তাবে সাড়া না দিলে ওই ছাত্রীকে তখন অশালীন ইঙ্গিত করেন অভিযুক্ত ব্যক্তি। এমনকী, নিজের প্যান্টও খুলে ফেলার চেষ্টা করে সে। প্রথমে লজ্জা পেলেও পরে অসভ্যতা বেড়ে যাওয়ায় রুখে দাঁড়ান এক ছাত্রী। নিজের এক বান্ধবীকে ডেকে এনে হাতে লাঠি তুলে নিয়ে মদ্যপ ওই শিক্ষককে উত্তম মধ্যম দিতে শুরু করেন দুই ছাত্রী।

ওড়িশার উৎকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বরের বাইরে এই ঘটনাটি ঘটেছে। প্রতীক্ষা আচার্য নামে ওই এমবিএ ছাত্রী পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এই ঘটনার কথা তুলে ধরেছেন।

 দেখুন সেই ভিডিও

 

Tags:
.