প্রথম সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে অভিনন্দনের পাশাপাশি বিআর আম্বেদকরকে মোদীর স্যালুট
১৯৫০ সালের আজকের এই দিনে খসড়া সংবিধানকে গ্রহণ করেছিল তত্কালীন কনস্টিয়ুয়েন্ট অ্যাসেম্বলি। তার জন্য ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
ওয়েব ডেস্ক: ১৯৫০ সালের আজকের এই দিনে খসড়া সংবিধানকে গ্রহণ করেছিল তত্কালীন কনস্টিয়ুয়েন্ট অ্যাসেম্বলি। তার জন্য ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
প্রথম সংবিধান দিবস উপলক্ষে দেশবাসীকে টুইটে অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী লিখেছেন, আশাকরি এই দিনটা সাধারণ মানুষকে সংবিধান সম্পর্কে জানতে আরও আগ্রহী করে তুলবে। যেসব পুরুষ এবং মহিলা অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই সংবিধান উপহার দিয়েছেন যা নিয়ে আমরা গর্ব করি, আজ তাঁদের সকলকে শ্রদ্ধা জানানোর দিন। এক্ষেত্রে অবশ্যই ঢক্টর বালাসাহেব আম্বেদকরের অবদান ভুলে গেলে চলবে না। পরে জাতির উদ্দেশে ভাষণও দেন তিনি।
Greetings to people of India on the historic occasion of 1st Constitution Day. May this day inspire you to know more about our Constitution.
— Narendra Modi (@narendramodi) November 26, 2015
This day is a tribute to all those great women & men who worked tirelessly to give India a Constitution we are very proud of.
— Narendra Modi (@narendramodi) November 26, 2015
No mention of our Constitution is complete without remembering the stellar contribution of Dr. Babasaheb Ambedkar. I salute him.
— Narendra Modi (@narendramodi) November 26, 2015
Let us always uphold the ideals & values of our Constitution & create an India that would make our founding fathers very proud.
— Narendra Modi (@narendramodi) November 26, 2015