জ্বালানি তেলের দামে রাশ টানার আর্জি মোদীর, সম্ভব নয় জানাল সৌদি আরব

সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আ অল-ফলিহ জানিয়েছেন, নানা কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাতে রাশ টানা সৌদির পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট করেন খালিদ। তাঁর কথায়, শুধুমাত্র তেল উত্পাদনে নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে তাদের

Updated By: Oct 16, 2018, 02:30 PM IST
জ্বালানি তেলের দামে রাশ টানার আর্জি মোদীর, সম্ভব নয় জানাল সৌদি আরব
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জ্বালানি তেলের দামে রাশ টানতে বিশ্বের তেল উত্পাদক দেশগুলির কাছে দ্বারস্থ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আকাশছোঁয়া তেলের দরে শুধু ভারত নয়, ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের অর্থনীতি-ও। সোমবার সৌদি আরব-সহ একাধিক তেল উত্পাদক দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এমনই উদ্বেগ প্রকাশ করলেন মোদী। তিনি বলেন, যথেষ্ট তেল উত্পাদন থাকা সত্ত্বেও কেন মূল্যবৃদ্ধি রোখা যাচ্ছে না?

আরও পড়ুন- এইমস থেকে ছুটি নিয়ে গোয়ায় ফিরছেন মুখ্যমন্ত্রী পর্রীকর

সৌদি আরবের তেল মন্ত্রী খালিদ আ অল-ফলিহ জানিয়েছেন, নানা কারণে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। তাতে রাশ টানা সৌদির পক্ষে সম্ভব নয় বলে স্পষ্ট করেন খালিদ। তাঁর কথায়, শুধুমাত্র তেল উত্পাদনে নিয়ন্ত্রণ ক্ষমতা রয়েছে তাদের। তবে, ভারতের জ্বালানি তেলের চাহিদা মেটাতে এবং সমস্যার সমাধানে সম্পূর্ণভাবে সৌদি আরব সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

আরও পড়ুন- টাকার স্তূপে অধিষ্ঠিত ‘দেবী’, পুজো শেষ হলেই অর্থ ফেরত যায় ভক্তদের অ্যাকাউন্টে

ভারতের তেল আমদানিতে প্রায় ৮৩ শতাংশই আসে বিদেশ থেকে। সৌদি আরবের মতো দেশের তেল আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইরানও। কিন্তু আগামী নভেম্বরে ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা চাপানোর সম্ভাবনা থাকায় যথেষ্ট চাপে রয়েছে ভারত। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রাখলে ভুগতে হবে ভারতকে। সে কারণে, দেশের তৃতীয় তেল আমদানিকারী দেশ ইরানের থেকে তেল কেনা কমিয়েছে নয়া দিল্লি। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র-চিনের বাণিজ্য যুদ্ধ জারি থাকায় ওই দুই দেশের উপর নির্ভরশীল দেশের ক্রমশ বাড়ছে বাণিজ্যিক ঘাটতি। পাল্লা দিয়ে ডলার নিরিখে পড়ছে টাকার দাম-ও। যার কারণে বেশি ডলার খরচ করে ভারতকে আমদানি করতে হচ্ছে জ্বালানি তেল।

নরেন্দ্র মোদী এ দিন প্রশ্ন তোলেন, বিশ্ব বাজারে ব্যারেল প্রতি ৫-৬ ডলার কমলেও, তার কোনও প্রভাব দেখা যাচ্ছে না। তেল বিপণনকারী দেশগুলির কৌশলগত কারণকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রধানমন্ত্রী। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও একই প্রশ্ন তোলেন, বিশ্ব বাজারে তেলের দাম কমছে। কিন্তু আমি বুঝতে পারছি না, পেট্রোল-ডিজেলের দাম ক্রমশ বাড়ছে কেন? তবে তাঁর কটাক্ষ, “মোদীজি সে টাকা নিজের পকেটে পুরলে, তা হলে কার পকেট ভরাচ্ছেন তিনি?”

.