মেট্রোয় সওয়ার 'আম আদমি' প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীকে হাতের কাছে পেয়ে নিজস্বী।
নিজস্ব প্রতিবেদন: আম আদমির মতোই মেট্রোয় সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর পাশের আসনে প্রধানমন্ত্রীকে দেখে চমকে গেলেন যাত্রীরা।
২৬, আলিপুর রোডে আম্বেদকর ন্যাশনাল মেমোরিয়ালে যাওয়ার জন্য মেট্রো ধরেন মোদী। লোক কল্যাণ মার্গ স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তিনি। প্রধানমন্ত্রীকে পাশের আসনে দেখে বিস্মিত হন যাত্রীরা। আম আদমির সঙ্গে কথাও বলেন প্রধানমন্ত্রী। মেটান নিজস্বীর আবদার।
#WATCH: Prime Minister Narendra Modi interacts with metro commuters on his way to 26, Alipur Road, where he will dedicate Dr. Ambedkar National Memorial to the nation #Delhi pic.twitter.com/ytx3lB4QAf
— ANI (@ANI) April 13, 2018
Delhi: PM Modi arrives at Lok Kalyan Marg metro station, he will travel via metro to 26, Alipur Road, where he will dedicate Dr. Ambedkar National Memorial to the nation. pic.twitter.com/yEz2IMlMnf
— ANI (@ANI) April 13, 2018
Delhi: PM Modi clicks selfies with metro commuters on his way to 26, Alipur Road, where he will dedicate Dr. Ambedkar National Memorial to the nation pic.twitter.com/JWd2pbN6ko
— ANI (@ANI) April 13, 2018
২০১৬ সালের ২১ মার্চ আম্বেদকর মেমোরিয়ালের শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, ''বাবাসাহেবকে দেশের ইতিহাস থেকে মুছে দিতে সব শক্তি উজাড় করে দিয়েছিল কংগ্রেস। বাবাসাহেবকে অপমান করতে কোনও চেষ্টার কসুর করেনি তারা। আমি কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, বাবাসাহেবের জন্য তারা কী করেছে, তা স্পষ্ট করুক।''
Congress used all its power to remove any mention of Baba Saheb from the country's history. This is the bitter truth of history that when Baba Saheb was alive, Congress left no stone un-turned to insult him: PM Modi at Dr. Ambedkar National Memorial in #Delhi pic.twitter.com/DUyFAs450s
— ANI (@ANI) April 13, 2018
দিন কয়েক আগেই দলিত বিক্ষোভে উত্তপ্ত হয়েছে কয়েকটি বিজেপি শাসিত। এই পরিস্থিতিতে আম্বেদকরকে হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী, মত অনেকের।