জয়ের পথে নমো, দু’হাত ভরে আশীর্বাদ করলেন মা হীরাবেন

বিজেপির জয়কে কার্যত মোদীর জয় হিসাবেই দেখছে গেরুয়া শিবির। মালেগাঁও মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের মতো হিন্দুত্ববাদী নেতাও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন

Updated By: May 23, 2019, 01:43 PM IST
জয়ের পথে নমো, দু’হাত ভরে আশীর্বাদ করলেন মা হীরাবেন
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: মায়ের আশীর্বাদ নিয়ে ভোট দিতে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তা বিফলে গেল না। গণনার শুরু থেকেই ৩০০ পার করে গিয়েছে বিজেপি ও তার শরিক। বিজেপি একাই ২৯০টি আসনে এগিয়ে। ২০১৪ সালের থেকেও বেশি আসন মেলার আভাস দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফের ক্ষমতায় কার্যত বিজেপিকে দেখে সাংবাদিকদের সামনে হাজির হলেন নরেন্দ্র মোদীর মা হীরাবেন।

মোদীর জয়ধ্বনি। হর হর মোদীর স্লোগান। পুত্রের এ হেন আনন্দের দিনে শুভেচ্ছা জানালেন ৯৯ বছর বয়সী হীরাবেন। দু’হাত তুলে আশীর্বাদ করলেন মোদী ভক্তদের। এখনও পর্যন্ত যা প্রবণতা, ৩৩৯টি আসনে এগিয়ে এনডিএ। কংগ্রেস ৯০ এবং অন্যান্যরা ১১৩টি আসনে এগিয়ে রয়েছে। বুথ ফেরত্ সমীক্ষার রেজাল্টকেও ছাপিয়ে যাচ্ছে বিজেপির ফল।

আরও পড়ুন- দেশজুড়ে লম্ফঝম্প সার, নিজের রাজ্যেই ঘটি-বাটি হারালেন চন্দ্রবাবু

বিজেপির জয়কে কার্যত মোদীর জয় হিসাবেই দেখছে গেরুয়া শিবির। মালেগাঁও মামলায় অভিযুক্ত প্রজ্ঞা সিং ঠাকুরের মতো হিন্দুত্ববাদী নেতাও ব্যাপক ভোটে এগিয়ে রয়েছেন। উত্তর প্রদেশে কংগ্রেস কার্যত ধূলিসাত্। সপা-বসপা জোটও প্রত্যাশামতো ফল পাইনি। রাজস্থান, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রে গেরুয়া ঝড় লক্ষ্য করা যাচ্ছে।

জানা যাচ্ছে, খোদ রাহুল গান্ধীই অমেঠিতে পিছিয়ে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অন্য দিকে বিহারেও মহাজোট কার্যত ব্যর্থ। উল্লেখ্যজনকভাবে সিপিআই প্রার্থী কানহাইয়া কুমারকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তিনিও বেশ কয়েক ক্রোশ পিছিয়ে। পশ্চিমবঙ্গেও বিজেপি ভাল ফল করতে চলেছে। এখনও পর্যন্ত কমপক্ষে ১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

.