'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী' টিভির পর্দায় দেখে আবেগতাড়িত রত্নগর্ভা মা
দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী।
নিজস্ব প্রতিবেদন: 'ম্যাঁ নরেন্দ্র দামোদরদাস মোদী ঈশ্বর কে শপথ লেতা হুঁ' আরও একবার টিভির পর্দায় ভেসে উঠল ছেলের মুখ। হাততালি দিয়ে উঠলেন গর্বিত মা। গুজরাটে নিজের বাড়িতে বসে নরেন্দ্রর শপথগ্রহণ দেখলেন হীরা বেন মোদী।
বঢ়নগরের ছোট্ট জনপদ থেকে আজ ইতিহাস রচনা করেছে ছেলে। ছোট্ট সেই নরেন্দ্রই আজ ভারতের প্রধানমন্ত্রী। তাঁর নামে এখন আসমুদ্রহিমাচল আমোদিত। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ৩০৩টি আসন নিয়ে আরও একবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রত্যাবর্তন করেছেন মোদী। শপথগ্রহণের আগে মায়ের আশিস নিতে গুজরাটে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। ছেলেকে এগিয়ে যাওয়ার আর্শীবাদ দিয়েছিলেন হীরাবেন। বৃহস্পতিবার নিজের বাড়িতে বসেই ছেলের শপথগ্রহণ দেখলেন রত্নগর্ভা মা। মোদীর মুখ টিভির পর্দায় ফুটে উঠতে হাততালিও দিলেন।
Ahmedabad: Heeraben Modi, mother of PM Narendra Modi watching the swearing in ceremony pic.twitter.com/KLwXtMLuRN
— ANI (@ANI) May 30, 2019
এদিন পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হলেন ৯ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করেছেন ২৪ জন সাংসদ।
#WATCH: Narendra Modi takes oath as the Prime Minister of India for a second term. pic.twitter.com/P5034ctPyu
— ANI (@ANI) May 30, 2019
পূর্ণমন্ত্রী
রাজনাথ সিং
অমিত শাহ
নিতিন গডকড়ী
সদানন্দ গৌড়া
নির্মলা সীতারমন
রামবিলাস পাসোয়ান
নরেন্দ্র সিং তোমর
রবিশঙ্কর প্রসাদ
হরসিমরত কৌর
থাওয়ারচন্দ গহলৌত
এস জয়শঙ্কর
রমেশ পোখরিয়াল
অর্জুন মুণ্ডা
স্মৃতি ইরানি
ডঃ হর্ষবর্ধন
প্রকাশ জাভড়েকর
পৌযূষ গোয়েল
ধর্মেন্দ্র প্রধান
মুখতার আব্বাস নকভি
প্রহ্লাদ জোশী
মহেন্দ্র সিং পাণ্ডে
অরবিন্দ সাওয়ান্ত
গিরিরাজ সিং
গজেন্দ্র সিংহ শেখাওয়াত
স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী
সন্তোষ গঙ্গওয়ার
রাও ইন্দ্রজিত্ সিং
শ্রীপদ নায়েক
জীতেন্দ্র সিং
কিরণ রিজিজু
প্রহ্লাদ পটেল
আরকে সিং
হরদীপ সিং পুরী
মনসুখ মন্ডাবিয়া
প্রতিমন্ত্রী
ফগ্গন সিং কুলস্তে
অশ্বিনী চৌবে
অর্জুনরাম মেঘওয়াল
বিকে সিং
কৃষ্ণপাল গুর্জর
দাদা সাহেব দানবে
জী কিশন রেড্ডি
পুরষোত্তম রূপালা
রামদাস আটাওয়ালে
সাধ্বী নিরঞ্জন জ্যোতি
বাবুল সুপ্রিয়
সঞ্জীব বালিয়ান
সঞ্জয় ধোত্রে
অনুরাগ ঠাকুর
সুরেশ অঙ্গাড়ি
নিত্যানন্দ রায়
রতনলাল কাটারিয়া
বি মুরলীধরন
রেণুকা সিং
সোমপ্রকাশ
রামেশ্বর তেলি
প্রতাপচন্দ্র সারঙ্গি
কৈলাস চৌধরী
দেবশ্রী চৌধুরী
মন্ত্রিসভায় সামিল হয়নি বিহারে এনডিএ-র শরিক নীতীশ কুমারের দল জেডিইউ। তারা অন্তত দুটি মন্ত্রকের দাবি করেছিল। কিন্তু একটির বেশি মন্ত্রক দিতে চায়নি বিজেপি।
আরও পড়ুন- ভিডিয়ো: শপথ নিলেন মোদী, আবুধাবির বহুতলে আলোয় ফুটে উঠলেন নমো