PM Modi: কেমন আছেন লালুজি? Tejashwi-কে দেখেই জানতে চাইলেন প্রধানমন্ত্রী
মূল বিষয় নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী তেজস্বী যাদবকে মোদী প্রশ্ন করেন,'কেমন আছেন লালুজি?'
নিজস্ব প্রতিবেদন: জাতিসুমারির দাবিতে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তাঁর সঙ্গে ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) ও অন্যান্য নেতারা। ওই বৈঠকে লালুপ্রসাদের (Lalu Prasad Yadav) স্বাস্থ্যের ব্যাপারে জানতে চান মোদী। খবর সূত্রের।
সূত্রের খবর, মূল বিষয় নিয়ে আলোচনা শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী তেজস্বী যাদবকে মোদী প্রশ্ন করেন,'কেমন আছেন লালুজি?' এরপর তাঁর স্বাস্থ্য নিয়ে একাধিক প্রশ্ন করেছেন তিনি। তার উত্তর দেন তেজস্বী। আরজেডি প্রধানের দ্রুত আরোগ্য কামনা করেন মোদী (PM Modi)।
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজিকে দেখে প্রধানমন্ত্রী হাসির ছলে টিপ্পনী কাটেন, 'আপনার মুখ তো মাস্কে ঢাকা। অত সুন্দর হাসি দেখব কেমন করে?' এক গাল হেসে নীতীশ তখন বলেন,'আপনিই তো মাস্ক পরার নির্দেশ দিয়েছেন।'
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এইমসে ভর্তি ৭৩ বছরের লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। তাঁর কিডনিতেও সমস্যা রয়েছে। দুর্নীতি মামলায় কারাদণ্ডের সাজা কাটছেন। গত এপ্রিলে জামিন পান। কারাবাসের অধিকাংশ সময় ঝাড়খন্ডের রাঁচির জেল হাসপাতালে কেটেছে লালুর।
বৈঠকের পর নীতীশ কুমার বলেন,'বিহার-সহ গোটা দেশের মানুষ জাতিভিত্তিক জনগণনা চাইছেন। প্রধানমন্ত্রী আমাদের কথা শুনেছেন সেজন্য ধন্যবাদ। তাঁকে উপযুক্ত পদক্ষেপ করতে অনুরোধ করেছি।' একই সুরে বিহারের বিরোধী নেতা তেজস্বী যাদব (Tejashwi Yadav) জানান,'জাতিসুমারি ঐতিহাসিক হতে চলেছে। পশু-পাখির গণনা হলে জাতিভিত্তিক গণনাও সম্ভব।'
আরও পড়ুন- BJP: তেরঙার উপরে পদ্ম পতাকা, এটাই বিজেপির দেশভক্তি! জোরাল বিতর্ক