বাড়াবাড়ি হচ্ছে, চিন্তা করবেন না TMC-র চেয়ে বেশি প্রচার পাবেন, Adhir-কে Modi

এ দিন লোকসভায় কৃষি বিলের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Updated By: Feb 10, 2021, 10:19 PM IST
বাড়াবাড়ি হচ্ছে, চিন্তা করবেন না TMC-র চেয়ে বেশি প্রচার পাবেন, Adhir-কে Modi

নিজস্ব প্রতিবেদন: লোকসভায় অধীর চৌধুরীকে থামাতে তৃণমূলকে টেনে আনলেন প্রধানমন্ত্রী। আক্রমণাত্মক নয় বরং বাক্যবাণে শ্লেষের সঙ্গে মিশে থাকল অনুজের প্রতি সম্মানও।                 

রাষ্ট্রপতির বক্তৃতার উপরে বিতর্কে জবাবি ভাষণে কৃষি বিলের পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর যুক্তি, আইন চালু হওয়ার পর ন্যূনতম সহায়ক মূল্য ওঠেনি। বন্ধ হয়নি মান্ডি। বরং সহায়ক মূল্যে ফসল ক্রয় বেড়েছে।' সেই সময় শোরগোল শুরু করেন অধীর চৌধুরী। এর আগেও প্রতিবাদ করেছেন। তখনই প্রধানমন্ত্রী বলেন,'অধীররঞ্জনজি এবার বাড়াবাড়ি করে ফেলছেন। বাংলাতে তৃণমূলের বেশি প্রচার পেয়ে যাবেন। চিন্তা করবেন না, বলে দিলাম। আমি আপনাকে এত সম্মান করি, আজ এমনটা করছেন কেন? আপনি সীমা লঙ্ঘন করছেন।'

প্রধানমন্ত্রীর ভাষণ বয়কট করে সংসদ থেকে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা। সংসদ থেকে বেরিয়ে লোকসভায় কংগ্রেসের দলনেতা বলেন,'কৃষকদের মৃত্যু নিয়ে কোনও কথা নেই প্রধানমন্ত্রীর। তিনি তো স্বীকার করে নিলেন, কৃষি আইনে কয়েকটি রাজ্য লাভবান হবে, কয়েকটি হবে না। এমন আইন করার কি দরকার, যখন সবার উপকার হবে না?' 

প্রধানমন্ত্রী অবশ্য বিরোধীদের বিক্ষোভে দমে যাননি। তিনি বলেন,'এটা পরিকল্পিত রণনীতি। মিথ্যা ঢাকতে হট্টগোল করছেন। এভাবে মানুষের ভরসা জিততে পারবেন না।' 

আরও পড়ুন- Live: আন্দোলনকারী ও আন্দোলনজীবীদের মধ্যে ফারাক বুঝতে হবে দেশকে: PM Modi

.