উত্তরপূর্বেও এবার সস্তা দামে মিলবে ওষুধ, শিলংয়ে খুলল 'Modi ki Dukan'

ওইসব কেন্দ্রে ওষুধের দাম ৫০-৯০ শতাংশ কম পড়ে বলে কেন্দ্রের দাবি

Updated By: Mar 7, 2021, 09:29 PM IST
উত্তরপূর্বেও এবার সস্তা দামে মিলবে ওষুধ, শিলংয়ে খুলল 'Modi ki Dukan'

নিজস্ব প্রতিবেদন: শিলংয়ে খুলল দেশের ৭৫০০তম জনৌষধি কেন্দ্র।

রবিবার ভিডিয়ো কন্ফারেন্সের মাধ্যমে শিলংয়ের ইন্দিরা গান্ধী রিজিওন্যাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস ওই জনৌষধি(Janaushadhi Kendra) কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন- মোদীর ব্রিগেড সভার দিনই গোপীবল্লভপুরে বড় 'ধাক্কা' খেল বিজেপি

এদিন ওই উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী(Narendra Modi) বলেন, বর্তমান বাজারে ওষুধের মূল্য অনেক বেশি। তাই গরিব মানুষের জন্য দেশের বিভিন্ন প্রান্তে 'জনৌষধি' কেন্দ্র খুলেছে কেন্দ্র। সাধারণ মানুষের কাছে অনুরোধ, আপনারা সস্তা দামে ওষুধ কিনুন ওই জনৌষধি কেন্দ্র বা 'মোদী কি দুকান'(Modi ki Dukaan) থেকে।

প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, 'এই প্রকল্পের লক্ষ্য হল সেবা ও রোজগার। এ থেকে দেশের যুব সম্প্রদায়ের আয়েরও রাস্তা খুলবে। এই দোকান থেকে মহিলারা স্যানিটারি ন্যাপকিন পাবেন মাত্র ২.৫ টাকায়।'

আরও পড়ুন- প্রার্থী 'না পসন্দ', উত্তর ২৪ পরগনায় TMC-তে ভাঙন, দল ছাড়লেন ২ নেতা

উল্লেখ্য, এতদিন দেশে ওই জনৌষধি কেন্দ্রের সংখ্যা ছিল ৭,৯৪৪টি। ২০২০-২১ অর্থবর্ষে ওইসব কেন্দ্র থেকে ওষুধ কিনে সাধারণ মানুষের ৩,৬০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। ওইসব কেন্দ্রে ওষুধের দাম ৫০-৯০ শতাংশ কম পড়ে বলে কেন্দ্রের দাবি।

.