সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপন: চোখের জল বাধ মানল না মোদীর
প্রয়াত নেত্রীকে সামনে দেখে এবার আর চোখের জল ধরে রাখতে পারলেন না নমো।
নিজস্ব প্রতিবেদন : প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। সুষমা স্বরাজের মৃত্যু তাঁর ব্যক্তিগত ক্ষতি বলে মনে করিয়ে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সুষমা স্বরাজের নয়াদিল্লির বাসভবনে গিয়ে প্রয়াত নেত্রীকে শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। প্রয়াত নেত্রীকে সামনে দেখে এবার আর চোখের জল ধরে রাখতে পারলেন না নমো। চোখের জল আর বাধ মানল না। প্রধানমন্ত্রীর ভারাক্রান্ত আবেগের বহিঃপ্রকাশ দেখা গেল ...
#WATCH Prime Minister Narendra Modi pays last respects to former External Affairs Minister and BJP leader #SushmaSwaraj. pic.twitter.com/Sv02MtoSiH
— ANI (@ANI) August 7, 2019
সুষমা স্বরাজের প্রয়াণে গতকালই টুইটারে মোদী লিখেছেন, "ভারতীয় রাজনীতির গৌরবজ্জ্বল অধ্যায়ের অবসান হল। অসাধারণ নেত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ ভারত। গরিবের জীবনের উন্নতি ও সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য নিজের জীবনকে উত্সর্গ করেছিলেন। কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা দিয়েছেন সুষমা জি।"
Delhi: Prime Minister Narendra Modi pays last respects to former External Affairs Minister and BJP leader #SushmaSwaraj. pic.twitter.com/wlvu0mlmon
— ANI (@ANI) August 7, 2019
A glorious chapter in Indian politics comes to an end. India grieves the demise of a remarkable leader who devoted her life to public service and bettering lives of the poor. Sushma Swaraj Ji was one of her kind, who was a source of inspiration for crores of people.
— Narendra Modi (@narendramodi) August 6, 2019
Sushma Ji’s demise is a personal loss. She will be remembered fondly for everything that she’s done for India. My thoughts are with her family, supporters and admirers in this very unfortunate hour. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) August 6, 2019
একইসঙ্গে মোদী টুইট করেছেন, "সুষমা স্বরাজের প্রয়াণ তাঁর কাছে ব্যক্তিগত ক্ষতি। ভারতের জন্য তাঁর কাজ স্মৃতিতে থেকে যাবে। তাঁর পরিবার, অনুগামী ও সমর্থকদের প্রতি সমাবেদনা জানাচ্ছি। ওম শান্তি।"
আরও পড়ুন - প্রয়াত সুষমা স্বরাজকে শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের