মুখে এত জেল্লা কীভাবে এল? শিশুদের কাছে গোপন রহস্য ফাঁস করলেন মোদী

জম্মু-কাশ্মীর, মনিপুর, অরুণাচলপ্রদেশ-সহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে ৪৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়েছে। 

Updated By: Jan 24, 2020, 08:02 PM IST
মুখে এত জেল্লা কীভাবে এল? শিশুদের কাছে গোপন রহস্য ফাঁস করলেন মোদী

নিজস্ব প্রতিবেদন: কোটি টাকার মাশরুম খেয়ে ফর্সা হয়েছেন নরেন্দ্র মোদী। ২০১৭ সালের ডিসেম্বরে এমন দাবি করে শোরগোল ফেলেছিলেন অল্পেশ ঠাকোর। তার ২ বছর পর নিজের মুখের জেল্লা কীভাবে বাড়ল, তার জবাব দিলেন প্রধানমন্ত্রী। 

প্রজাতন্ত্র দিবসের আগে প্রধানমন্ত্রী জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত ৪৯ জনের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখনই তাঁর মুখের জেল্লার গোপন রহস্য ফাঁস করেন মোদী। বলেন,''কয়েক বছর আগে আমাকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, আপনার মুখে এত জেল্লা কীভাবে এল? সহজ উত্তর দিয়েছিলাম। আমি কঠোর পরিশ্রম করি। সে কারণে খুব ঘামি। ঘাম মুছতে গিয়ে মুখের ম্যাসেজ হয়ে যায়। এভাবেই আমার ত্বকে জেল্লা এসেছে।''                  

প্রধানমন্ত্রীর পরামর্শ, প্রত্যেক শিশুর উচিত দিনে অন্তত চারবার ঘামা। কঠোর পরিশ্রম করা থেকে বিরত থাকা উচিত নয়। যত পুরস্কারই জিতুন না কেন, থামবেন না। সাফল্য পাওয়ার পরও মাথা ঘুরলে চলবে না বলেও মত মোদীর। তাঁর কথায়,''দুটো রাস্তা রয়েছে। পুরস্কার ও সম্মান পেয়েছে অনেকে দাম্ভিক হয়ে ওঠেন। পরিশ্রম করতে চান না।  আর একটা রাস্তা, পুরস্কার পেয়ে উত্সাহ পান। আরও ভালো কাজ করতে ঝাঁপিয়ে পড়েন। পুরস্কার শেষ নয় নয় বরং নতুনভাবে জীবন শুরু করার পথ।''

জম্মু-কাশ্মীর, মনিপুর, অরুণাচলপ্রদেশ-সহ দেশের বিভিন্নপ্রান্ত থেকে ৪৯ জন শিশুকে পুরস্কৃত করা হয়েছে। শিল্পকলা ও সংস্কৃতি, উদ্ভাবন, শিক্ষা, সামাজিক কাজ, খেলা ও সাহসিকতার মতো বিভাগে দেওয়া হয়েছে পুরস্কার। মোদীর পরামর্শ, আমি বিস্মিত, এত কম বয়সে আপনারা অসাধারণ সব কাজ করেছে। এটা নিশ্চিতভাবে ভবিষ্যতে ভালো কাজ করতে আপনাদের উত্সাহিত করবে। কঠিন পরিস্থিতিতেও লড়াই করার সাহস দেখিয়েছেন আপনারা। যখনই আপনাদের সাহসিকতার কাজ শুনি, আমি নিজেও অনুপ্রাণিত হই।''       

আরও পড়ুন- JNU-র পড়ুয়াদের ঘাড় ভেঙে শ্রমিকদের বেতন তোলা যাবে না,পর্যবেক্ষণ হাইকোর্টের

.