নিজস্ব প্রতিবেদন: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জইশের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পর এমন জবাব দিতে পেরে স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে নরেন্দ্র মোদী। রাজস্থানের চুরুর সভায় প্রধানমন্ত্রী বলেন,''আজ আপনাদের মেজাজ কিছুটা অন্যরকম লাগছে''। পাকিস্তানে বায়ুসেনার এয়ারস্ট্রাইক নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি নমো। কিন্তু সমর্থকরা তাঁর কাছ থেকে শুনতে চাইছিলেন। হতাশ করেননি নমো। কিছুটা ইঙ্গিতেই যা বলার বলে দিলেন।
প্রধানমন্ত্রী এহেন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই ওঠে মোদী, মোদী স্লোগান। তারপর প্রধানমন্ত্রী বলেন, ''হাত মুঠো করে বলুন, ভারত মাতা কি...''। জনতার মধ্যে থেকে সমস্বরে আওয়াজ, 'জয়'। মোদীর বক্তব্য, ''আমি বুঝতে পারছি কেন আপনারা আজ এত উজ্জীবিত।''
#WATCH: Prime Minister Narendra Modi in Churu, Rajasthan says, "Aaj aapka mijaz kuch aur lag raha hai..." pic.twitter.com/KHS0MBmMIe
— ANI (@ANI) February 26, 2019
নিয়ন্ত্রণ রেখার ওপারে বায়ুসেনার অভিযানের উল্লেখ না করেই মোদী বলেন,''মাটি শপথ করে বলছি, দেশকে শেষ হতে দেব না। আমি এই দেশকে থামতে দেব না, দেশকে ঝুঁকতে দেব না''। প্রধানমন্ত্রীর কথায়,''আমরা বিভ্রান্ত হব না। আটকে যাব না। যা কিছু হোক দেশকে শেষ হতে দেব না''। মোদী মনে করিয়ে দেন, দেশের চেয়ে বড় তাঁর কাছে কিছু নেই। দেশের কাজ করছেন যাঁরা প্রধান সেবকের তরফে তাঁদের প্রণাম। প্রধানমন্ত্রীর কথায়,''আজ নিশ্চয় আপনারা বুঝতে পারছেন দেশ সুরক্ষিত হাতেই রয়েছে।''
আরও পড়ুন- দু'দশক পর বদলা, বিমান অপহরণের পাণ্ডাকে খুঁজে খতম করল ভারত
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী জঙ্গি হামলা হয়। বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে এসে কনভয়ে ধাক্কা মারে এক জঙ্গি আদিল। ঘটনায় শহিদ হন ৪০ জন সিআরপিএফ জওয়ান। তারপরই প্রধানমন্ত্রী খুলে দিয়েছিলেন সেনার হাত। বায়ুসেনা সূত্রে খবর, ১০০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয় এই সার্জিক্যাল স্ট্রাইকে। পাক-অধিকৃত কাশ্মীরের খাইবার-পাখতুনওয়া এলাকায় এই হামলা চালানো হয়।
আরও পড়ুন- 'পরমাণু হামলা থেকে দেশ বাঁচাতে' পাকিস্তানকে টমাটো পাঠালেন বিজেপি নেতা
আপনাদের মেজাজটা আজ অন্যরকম লাগছে, প্রত্যাঘাতের পর ইশারায় টিপ্পনি মোদীর