Ram Mandir Pran Pratishtha: রামমন্দির উদ্বোধনে মধ্যমণি স্বয়ং মোদী! দিনভর একাধিক কর্মসূচি, জনসভা

রামমন্দির উদ্বোধনের দক্ষিণ ভারতের তামিনাড়ুতে প্রাণায়ম করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। কবে? আজ, রবিবার। দক্ষিণ ভারতে রামায়ণে উল্লেখিত স্থানগুলির দর্শনের বেরিয়েছিলেন  মোদী। সেই শেষ পর্বে পৌঁছন তামিলনাড়ুতে। সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। 

Updated By: Jan 21, 2024, 10:48 PM IST
Ram Mandir Pran Pratishtha: রামমন্দির উদ্বোধনে মধ্যমণি স্বয়ং মোদী! দিনভর একাধিক কর্মসূচি, জনসভা
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাত পোহালেই রামমন্দিরের উদ্বোধন। অনুষ্ঠানের মধ্যমণি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! স্রেফ মন্দিরের উদ্বোধন নয়, রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠাও হবে তাঁর হাতেই। আগামীকাল, সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ অযোধ্যায় পৌঁছবেন মোদী। তারপর দিনভর একাধিক কর্মসূচি রয়েছে। করবেন জনসভাও।
 
 
কড়া নিরাপত্তা বলয়ে অযোধ্যা। প্রস্তুতি একেবারেই শেষ পর্যায়ের। আগামিকাল, সোমবার রামমন্দিরের উদ্বোধন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা। এক সপ্তাহ ধরে চলেছে নানা আচার-অনুষ্ঠান। এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় ভক্তরা।
 
অযোধ্যায় মোদী
---
সকাল ১০.৩৫- অযোধ্য বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী
সকাল ১০.৪৫- বিমানবন্দর থেকে হেলিপ্যাডে প্রধানমন্ত্রী
সকাল ১০.৫৫- রামমন্দিরে প্রধানমন্ত্রী
দুপুর ১২.০৫ থেকে ১২.৫৫- রামমন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা
দুপুর ১টা থেকে ২টো- অযোধ্যায় প্রধানমন্ত্রীর জনসভা
দুপুর ২.১০- প্রধানমন্ত্রীর কুবের টিলা দর্শন
 
অযোধ্যায় ভিআইপিদের নিরাপত্তায় সতর্ক প্রশাসন। গোটা শহরে সিসিটিভির মাধ্যমে চলছে নজরদারি। পুলিস ও সেনায় ছয়লাপ রাস্তাঘাট। SPG. NSG, ATS-র কমান্ডোরা যেমন রয়েছেন, তেমনি মোতায়েন করা হয়েছে পুলিস ও RAF-ও।  সমস্ত রাস্তায় বন্ধ যান চলাচল। এমনকী, বিশেষ অনুমতি ছাড়া অযোধ্যায় প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
 
 
 
এদিকে রামমন্দির উদ্বোধনের দক্ষিণ ভারতের তামিনাড়ুতে প্রাণায়ম করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। কবে? আজ, রবিবার। দক্ষিণ ভারতে রামায়ণে উল্লেখিত স্থানগুলির দর্শনের বেরিয়েছিলেন  মোদী। সেই শেষ পর্বে পৌঁছন তামিলনাড়ুতে। সোমবার অর্ধদিবস ছুটি ঘোষণা করেছেন কেন্দ্রীয় সরকার। 
 
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)
.