পরমাণু শক্তি নাগরিক সুরক্ষার পরিপন্থী নয়, দাবি মনমোহনের

দেশের উন্নয়নে পরমাণু শক্তি জরুরি হলেও তাতে কোনওভাবেই নাগরিকদের সুরক্ষা বিঘ্নিত হবে না বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

Updated By: Jan 15, 2013, 04:20 PM IST

দেশের উন্নয়নে পরমাণু শক্তি জরুরি হলেও তাতে কোনওভাবেই নাগরিকদের সুরক্ষা বিঘ্নিত হবে না বলে আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
জাপানের ফুকুশিমা বিপর্যয়ের পরই দেশের পরমাণু কেন্দ্রগুলির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। প্রবল বিরোধিতার মুখে পড়ে কুড়ানকুলামে পরমাণু কেন্দ্র তৈরির প্রকল্প। সোমবার প্রধানমন্ত্রী বলেন, সুরক্ষার দিকে তাকিয়ে নতুন নিউক্লিয়ার সেফটি রেগুলেটরি অথরিটি বিল নিয়ে আলোচনা চলছে দেশের সংসদে। আন্তর্জাতিক পরমানু শক্তি সংস্থার সঙ্গে এবিষয়ে ভারত সহযোগিতা করে চলছে বলে জানান প্রধানমন্ত্রী।

.