ভাগবতকে জাতীয় পতাকা উত্তোলনে বাধা কেন? জবাব তলব প্রধানমন্ত্রীর দফতরের
ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসে মোহন ভাগবতকে কেন জাতীয় পতাকা উত্তোলনে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছিল কেরল সরকার, প্রশ্ন প্রধানমন্ত্রীর দফতরের। 'দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে'র খবর অনুযায়ী, বিজেপির পালাক্কাড জেলা সভাপতি ই কৃষ্ণদাসের পিটিশনের ভিত্তিতে এই জবাবদিহি চাওয়া হয়েছে পিনারাই বিজয়ন প্রশাসনের থেকে। ই কৃষ্ণদাস নিজে কেরল সরকারের এই পদক্ষেপকে ক্ষমতার 'ভয়ঙ্কর অপব্যবহার' বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, স্বাধীনতা দিবসে যেন স্কুলেরই কেউ বা নির্বাচিত অভিভাবক প্রতিনিধি জাতীয় পতাকা উত্তোলন করে, এই মর্মেই নির্দেশিকা জারি করেছিল কেরলের পালাক্কাড জেলা প্রশাসন। কিন্তু, আরএসএস ও বিজেপি প্রভাবিত কেরলের ওই অঞ্চেলের স্কুলটিতে সেই নির্দেশ 'লঙ্ঘন' করে পতাকা তুলে বিতর্কে জড়ান আরএসএস প্রধান ভাগবত।