গোপন ক্যামেরাকে গোপনে খুঁজতে মাথার ঘাম পায়ে পুলিসের

ঘুম কেড়েছে গোপন ক্যামেরা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ট্রায়াল রুমে সিসিটিভি ধরে ফেলার পর এখন গোপন ক্যামেরা একেবারে ভিলেন হয়ে গিয়েছে। গোপন ক্যামেরার খোঁজে পুলিস একেবারে হন্যে হয়ে ঘুরছে।

Updated By: Apr 5, 2015, 03:10 PM IST
গোপন ক্যামেরাকে গোপনে খুঁজতে মাথার ঘাম পায়ে পুলিসের

 

ওয়েব ডেস্ক: ঘুম কেড়েছে গোপন ক্যামেরা। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ট্রায়াল রুমে সিসিটিভি ধরে ফেলার পর এখন গোপন ক্যামেরা একেবারে ভিলেন হয়ে গিয়েছে। গোপন ক্যামেরার খোঁজে পুলিস একেবারে হন্যে হয়ে ঘুরছে।

বলা ভাল শপিং মলের ট্রায়াল রুমে ঢুকে একেবারে চিরুনি তল্লাসি করল উত্তরপ্রদেশ পুলিস। একেবারে গোপনে এই তল্লাসি চালানো হল। অবশ্য ট্রায়াল রুমে সিসিটিভ উত্তরপ্রদেশের কোথাও খুঁজে পাওয়া গেল না। যদিও বেশ কিছু শপিং মলে সিসিটিভি ক্যামেরা ট্রায়াল রুমের দিকে তাক করে থাকায় আপত্তির কথা জানিয়ে নোটিশ পাঠাচ্ছে উত্তরপ্রদেশ পুলিস।

এদিকে, গোয়ার যে শোরুমের ট্রায়াল রুমে সিসিটিভি নিয়ে তুলকালাম কাণ্ড সেখানে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য মিলল। সূত্রের খবর, ঘটনা জানাজানির ক দিন আগে এক মহিলা এক কর্মীকে সিসিটিভি-র কথা জানিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন।

ছুটি কাটাতে গিয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি ঢুকেছিলেন ফ্যাব ইন্ডিয়ার স্টোরে। কিছু পোশাক নিয়ে চেঞ্জিং রুমে যাওয়ার সময় তাঁর নজরে আসে ওই ক্যামেরা। ইতিমধ্যে ঘটনার তদন্তভার দিয়ে দেওয়া হয়েছে গোয়া পুলিসের ক্রাইম ব্রাঞ্চকে। উত্তর গোয়া পুলিসের পক্ষ থেকেও বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

.