অসমে পুলিসের সঙ্গে সংঘর্ষে মৃত ৪ মাওবাদী

অসমের তিনসুকিয়া জেলায় পুলিসের সঙ্গে সংঘর্ষে এক আঞ্চলিক কম্যান্ডার সহ ৪ শীর্ষ মাওবাদীর মৃত্যু হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে সাদিয়ার দেওপানি বড়গড়া গ্রামে তল্লাসি অভিযান শুরু করে পুলিস। সেইসময় অতর্কিতে পুলিসের উপর হামলা চালায় মাওবাদীদের একটি দল। সংঘর্ষে পুলিসের এক কনস্টেবল গুরুতর জখম হন। তাঁর নাম অচিন্ত্য দাস। তাঁকে ডিব্রুগড়ের অসম কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Updated By: May 9, 2012, 01:50 PM IST

অসমের তিনসুকিয়া জেলায় পুলিসের সঙ্গে সংঘর্ষে এক আঞ্চলিক কম্যান্ডার সহ ৪ শীর্ষ মাওবাদীর মৃত্যু হয়েছে। 
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার সকালে সাদিয়ার দেওপানি বড়গড়া গ্রামে তল্লাসি অভিযান শুরু করে পুলিস। সেইসময় অতর্কিতে পুলিসের উপর হামলা চালায় মাওবাদীদের একটি দল। সংঘর্ষে পুলিসের এক কনস্টেবল গুরুতর জখম হন। তাঁর নাম অচিন্ত্য দাস। তাঁকে ডিব্রুগড়ের অসম কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিস সূত্রে খবর, নিহত মাওবাদী আঞ্চলিক কম্যান্ডারের নাম সঞ্জীব বোরা। উত্তর-পূর্ব ভারতে মাওবাদীদের নতুন ঘাঁটি তৈরির দায়িত্ব ছিল তার কাঁধে। ওই এলাকায় তল্লাসি চালিয়ে উদ্ধার হয়েছে প্রচুর হ্যান্ড গ্রেনেড ও একে-৪৭ রাইফেল। এছাড়া মিলেছে বেশ কিছু কাগজপত্র। পুলিস সেগুলি পরীক্ষা করছে।

.