সাত বছরে দেশে গরুর সংখ্যা একলাফে বাড়ল ১৮ শতাংশ, বলছে পশু গণনার তথ্য
২০১৯ সালের হিসেব অনুযায়ী বর্তমানে দেশে গবাদি পশুর সংখ্যা ৫৩.৫৭ কোটি
নিজস্ব প্রতিবেদন: গত সাত বছরে দেশে গবাদি পশুর সংখ্যা বেড়েছে অনেকটাই। ২০১২ সালের তুলনায় এবারের ওই সংখ্যা বেড়েছে ৪.৬ শতাংশ। বুধবার এমনই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় পশুপালন মন্ত্রক।
গো হত্যার বিরুদ্ধে কড়া আইন আনার পর দেশে গরুর সংখ্যা একলাফে বেড়েছে অনেকখানি। এমনটাই উঠে এসেছে ২০তম পশু গণনায়। ২০১৯ সালের হিসেব অনুযায়ী বর্তমানে দেশে গবাদি পশুর সংখ্যা ৫৩.৫৭ কোটি। দেশের গরু বেড়েছে ১৮ শতাংশ।
পশু গণনা অনুযায়ী দেশে গরুর সংখ্যা হয়েছে ১৪.৫১ কোটি। মহিষের সংখ্যা ১০.৯৮ কোটি। ২০১৯ সালের হিসেব অনুযায়ী দেশে গরু ও ষাঁড় মিলিয়ে মোট সংখ্যা ৩০.২৭ কোটি।
আরও পড়ুন-মৌসুমি বায়ু বিদায় নিলেও আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
উল্লেখ্য, দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে পশু গণনার কাজ শেষ হয়েছে। শুধুমাত্র গরু বা মহিষই নয়, গণনা করা হয়েছে ভেড়া, ছাগল, শূকর, ঘোড়া, গাধা, উট, কুকুর-সহ অন্যান্য পশুও। এবারের গণনার একটি লক্ষ্যনীয় তথ্য হল যে হারে গবদি পশু কমে যাচ্ছিল তা অনেকটাই কমেছে।