লোকসাভা ভোটে দেশের প্রয়োজন স্থায়ী সরকার: রাষ্ট্রপতি

২০১৪-র লোকসভা ভোটের পর দেশের প্রয়োজন স্থায়ী সরকার। জনাদেশ বিভক্ত হলে ক্ষতি হবে দেশের উন্নয়নের। সেই পরিস্থিতির সুযোগ নেবে খামখেয়ালী সুবিধাবাদীরা। এটা দেশের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। প্রজাতন্ত্র দিবাসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে আজ একথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

Updated By: Jan 26, 2014, 09:08 AM IST

২০১৪-র লোকসভা ভোটের পর দেশের প্রয়োজন স্থায়ী সরকার। জনাদেশ বিভক্ত হলে ক্ষতি হবে দেশের উন্নয়নের। সেই পরিস্থিতির সুযোগ নেবে খামখেয়ালী সুবিধাবাদীরা। এটা দেশের পক্ষে অত্যন্ত ভয়ঙ্কর। প্রজাতন্ত্র দিবাসের প্রাক্কালে জাতির উদ্দেশে ভাষণে আজ একথা বলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।

নাম না করে দিল্লিতে কেজরিওয়াল সরকারের ধরনার কড়া সমালোচনা করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, জনমোহিনী নৈরাজ্য এবং দানছত্র করা কখনও সুশাসনের বিকল্প হতে পারে না।

.