নোটকাণ্ড: ধামাচাপার কৌশল কেন্দ্রের

গতকাল থেকে টানাপোড়েন। দফায় দফায় বৈঠক। প্রধানমন্ত্রী, ইউপিএ সভানেত্রীর হস্তক্ষেপ। অবশেষে মুখরক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলন করলেন প্রণব মুখোপাধ্যায় এবং পি চিদম্বরম। চিদম্বরম-সঙ্কটে ইতি টানতে প্রণববাবু জানান, স্পেকট্রাম-কাণ্ডে অর্থমন্ত্রকের নোট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তাতে ইন্ধন যুগিয়েছে সংবাদমাধ্যমই। নোটে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তা তাঁর নয়।

Updated By: Sep 29, 2011, 06:55 PM IST

গতকাল থেকে টানাপোড়েন। দফায় দফায় বৈঠক। প্রধানমন্ত্রী, ইউপিএ সভানেত্রীর হস্তক্ষেপ। অবশেষে মুখরক্ষা। বৃহস্পতিবার সন্ধ্যায় যৌথ সাংবাদিক সম্মেলন করলেন প্রণব মুখোপাধ্যায় এবং পি চিদম্বরম। চিদম্বরম-সঙ্কটে ইতি টানতে প্রণববাবু জানান, স্পেকট্রাম-কাণ্ডে অর্থমন্ত্রকের নোট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, তাতে ইন্ধন যুগিয়েছে সংবাদমাধ্যমই। নোটে যে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তা তাঁর নয়।
প্রণববাবুর এই মন্তব্যে চিদম্বরম যে খুশি, সে কথা গোপন রাখেননি তিনি। বিতর্কের শেষ এখানেই। কিন্তু ওয়াকিবহাল মহলের মত, চিদম্বরমকে বাঁচানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সফরে থাকার সময়েই চাপ বাড়ছিল প্রধানমন্ত্রীর উপরে। সেই চাপ আরও বাড়ে তিনি দেশে ফেরার পর। ড্যামেজ-কন্ট্রোলে নামেন সোনিয়া গান্ধীও। এতদিন চিদম্বরম আর প্রণববাবুকে মুখ বন্ধ রাখতে বলে কংগ্রেস হাইকমান্ড সেই পথই খুঁজছিল।
যৌথ সাংবাদিক সম্মেলন করানো সেই কৌশলেরই অঙ্গ। এবং সেখানে নোট-কাণ্ডে দায় এড়ানোর বার্তা দিয়ে প্রণববাবুর মাধ্যমে এই বার্তাই তুলে ধরা হল যে, মনমোহন প্রশাসনের আন্দরে আসলে কোনও সমস্যাই
নেই।

.