উত্তরাখণ্ডে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন

অরুণাচলের পর এবার পালা উত্তরাখণ্ডের। উত্তরের এই রাজ্যে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। মূলত রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

Updated By: Mar 27, 2016, 03:58 PM IST
উত্তরাখণ্ডে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন

ওয়েব ডেস্ক: অরুণাচলের পর এবার পালা উত্তরাখণ্ডের। উত্তরের এই রাজ্যে জারি হয়ে গেল রাষ্ট্রপতি শাসন। মূলত রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতেই রাষ্ট্রপতি শাসনের সুপারিশে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

১৮ই মার্চ থেকে উত্তরাখণ্ডে রাজনৈতিক দোলাচল চলছিল। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে রাষ্ট্রপতিকে রিপোর্ট দেন রাজ্যপাল। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, রিপোর্টে রাজ্যের আইনশৃঙ্খলা পুরোপুরি ভেঙে পড়েছে বলে উল্লেখ করেন রাজ্যপাল। গতকাল রাতে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন বিজেপি প্রতিনিধি দল। আলোচনা হয় দেশের আইন শৃঙ্খলা নিয়ে। তারপরই আজ রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে শিলমোহল দিলেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

.