লোকসভা নির্বাচন বড় দায়, বছরে ১২টি রান্নার গ্যাস সিলিন্ডারে ভর্তুকি দেওয়ার দাবি বিবেচনায় কেন্দ্রীয় সরকার

লোকসভা নির্বাচন সামনে। সেকথা মাথায় রেখে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি ইস্যুতে সুর নরম করল কেন্দ্র। বছরে ১২টি সিলিন্ডারই ভরতুকিতে দেওয়ার দাবি বিবেচনা করবে কেন্দ্র। আজ এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এখন বছরে মোট নটি সিলিন্ডার ভরতুকিতে পাওয়ার কথা প্রতিটি পরিবারের। এর চেয়ে বেশি সিলিন্ডার লাগলে কলকাতায় দিতে হবে সিলিন্ডার পিছু ১২৭০ টাকা।

Updated By: Jan 3, 2014, 12:01 AM IST

লোকসভা নির্বাচন সামনে। সেকথা মাথায় রেখে রান্নার গ্যাসের সিলিন্ডারে ভরতুকি ইস্যুতে সুর নরম করল কেন্দ্র। বছরে ১২টি সিলিন্ডারই ভরতুকিতে দেওয়ার দাবি বিবেচনা করবে কেন্দ্র। আজ এমনই ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। এখন বছরে মোট নটি সিলিন্ডার ভরতুকিতে পাওয়ার কথা প্রতিটি পরিবারের। এর চেয়ে বেশি সিলিন্ডার লাগলে কলকাতায় দিতে হবে সিলিন্ডার পিছু ১২৭০ টাকা।

গতকাল ফের দাম বাড়ল ভর্তুকিবিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের। কলকাতায় ২২০ টাকা বেড়ে হল এক হাজার ২৭০ টাকা। এখন ভর্তুকিতে বছরে ৯টি এলপিজি সিলিন্ডার পান গ্রাহকরা। চলতি অর্থবর্ষে নটি সিলিন্ডার কেনা হয়ে গিয়ে থাকলে অতিরিক্ত সিলিন্ডার কিনতে হবে এই বর্ধিত দামেই।

এই নিয়ে গত এক মাসে তিনবার ভর্তুকিবিহীন সিলিন্ডারের দাম বাড়ল। আধার কার্ড এখনও পৌঁছয়নি অধিকাংশ মানুষের হাতে। অথচ রান্নার গ্যাসে ভর্তুকি পেতে আধার কার্ডের ব্যবহার চালু হয়ে গিয়েছে পয়লা নভেম্বর থেকেই। আপাতত গ্রাহকরা তিন মাসের সময়সীমা পাবেন। এর মধ্যে আধার কার্ড করাতে পারলে ভর্তুকির টাকা সরাসরি পৌঁছে যাবে গ্রাহকদের ব্যাঙ্কে। আধার কার্ড না থাকলে, দ্বারস্থ হতে হবে স্থানীয় প্রশাসনের। যাতে এই তিন মাসের সময়সীমা অর্থাত্‍ ফেব্রুয়ারির মধ্যে তা হাতে চলে আসে।

যাদের আধার কার্ড আছে, তাঁদের প্রথমেই যেতে হবে নিজের এলপিজি ডিস্ট্রিবিউটরের কাছে। সেখানে নথিভুক্তকরণের পর কাগজপত্র নিয়ে ব্যাঙ্কের কাছে তা জমা করতে হবে। এই দুই পর্যায় পেরোনর পরই ভর্তুকির টাকা সরাসরি ব্যাঙ্কে পৌঁছে যাবে।

.