খরা পরিস্থিতি পর্যালোচনায় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী
খরায় ধুঁকছে দেশের একাধিক রাজ্য। উদ্বিগ্ন কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় খরা কবলিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আজ বৈঠক করেন প্রধানমন্ত্রী। কেন্দ্র ইতিমধ্যে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিলেও, দাবি উঠেছে সাহায্য আরও বাড়ানোর। দেশের একাধিক রাজ্যে খরা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী। প্রভাব পড়েছে চাষে। জেরবার অবস্থা জলসঙ্কটে। পরিস্থিতি খতিয়ে দেখতে শনিবার খরা কবলিত দুই রাজ্য উত্তর প্রদেশ এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলাদা ভাবে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী।
Updated By: May 7, 2016, 10:54 PM IST
