উত্ক্ষেপণ সফল পিএসএলভি`র
সফল হল পিএসএলভি সি-১৮-র উড়ান। বৃহস্পতিবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উত্ক্ষেপণের পর সফলভাবে পূর্বনির্দিষ্ট কক্ষপথে চারটি উপগ্রহকে পৌঁছে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের তৈরি রকেট।
সফল হল পিএসএলভি সি-১৮-র উড়ান। বৃহস্পতিবার সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে উত্ক্ষেপণের পর সফলভাবে পূর্বনির্দিষ্ট কক্ষপথে চারটি উপগ্রহকে পৌঁছে দিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিজ্ঞানীদের তৈরি রকেট। পিএসএলভি সি-১৮ বাহিত উপগ্রহগুলির মধ্যে রয়েছে, ভারত-ফ্রান্স যৌথ উদ্যোগে নির্মীত আবহাওয়া পর্যবেক্ষণ উপগ্রহ মেঘা-ট্রপিকস। ১০০০ কিলোগ্রাম ওজনের এই উপগ্রহটি, বর্ষার গতিপ্রকৃতি নির্ণয় এবং প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়ার ক্ষেত্রে বিশেষভাবে কার্যকরী হবে।
মেঘা-ট্রপিকস ছাড়া চারটি ন্যানো স্যাটেলাইট-চেন্নাইয়ের এসআরএম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি এসআরএম স্যাট, আইআইটি কানপুরের জুগনু এবং লুক্সেমবার্গের মহাকাশ গবেষণা সংস্থা লুক্সস্পেস-এর ভেসেল স্যাট`কেও মহাকাশে স্থাপন করেছে পিএসএলভি সি-১৮।