পুলওয়ামায় জঙ্গি হামলা: "যুদ্ধক্ষেত্রে কথা হোক" চান গম্ভীর, শহীদদের সহমর্মিতা বিরাট-রোহিত-মিতালিদের
আর টেবিলে আলোচনা নয়। এবার কথা হোক যুদ্ধক্ষেত্রে।
নিজস্ব প্রতিবেদন : পুলওয়ামার অবন্তীপোরায় জঙ্গি হামলায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। বৃহস্পতিবার পুলওয়ামার অবন্তীপোরায় সিআরপিএফের কনভয়ে হামলা চালায় জইশ-ই-মহম্মদ। ৩৫০ কেজি বিস্ফোরক ভর্তি একটি এসইউভি কনভয়ে এসে ধাক্কা মারে। এতেই মুহূর্তের মধ্যে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় সিআরপিএফের একটি বাস সহ বেশ কয়েকটি যান। সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা সর্বত্রই। টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি নিহত শহীদদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি আহত জওয়ানদের দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেছেন।
I'm shocked after hearing about the attack in Pulwama, heartfelt condolences to the martyred soldiers & prayers for the speedy recovery of the injured jawaans.
— Virat Kohli (@imVkohli) February 15, 2019
টিম ইন্ডিয়ার ওপেনার রোহিত শর্মাও ভালোবাসার দিনে এমন সন্ত্রাসবাদী হামলায় বাগরুদ্ধ হয়ে পড়েছেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন ভারতীয় দলের আর এক ওপেনার শিখর ধাওয়ানও।
Shocked and horrified by what happened #Pulwama. The day we all celebrated love some cowards spread hatred. Thinking about the jawans and their families. India keep them in your prayers.
— Rohit Sharma (@ImRo45) February 15, 2019
Deeply saddened and disturbed by the news. I condemn the terror attack in #Pulwama. My condolences to the families of the jawans who sacrificed their lives.
— Shikhar Dhawan (@SDhawan25) February 14, 2019
Really pained by the cowardly attack on our CRPF in J&K in which our brave men have been martyred . No words are enough to describe the pain. I wish a speedy recovery to those injured.#SudharJaaoWarnaSudhaarDenge
— Virender Sehwag (@virendersehwag) February 14, 2019
প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেওয়াগও জঙ্গিহামলার নিন্দা করে সন্ত্রাসবাদীদের কাপুরুষ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে নিহত জওয়ানদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।
Yes, let’s talk with the separatists. Yes, let’s talk with Pakistan. But this time conversation can’t be on the table, it has to be in a battle ground. Enough is enough. 18 CRPF personnel killed in IED blast on Srinagar-Jammu highway https://t.co/aa0t0idiHY via @economictimes
— Gautam Gambhir (@GautamGambhir) February 14, 2019
২০১১ বিশ্বকাপ ফাইনালের অন্যতম নায়ক গৌতম গম্ভীর তো কড়া ভাষায় সমালোচনা করেছেন জঙ্গিহামলার। টুইট করে তিনি লিখেছেন, " এবার কথা বলা যাক বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে। পাকিস্তানের সঙ্গে আলোচনা হোক। তবে আর টেবিলে আলোচনা নয়। এবার কথা হোক যুদ্ধক্ষেত্রেই। অনেক হয়েছে, আর নয়।"
A day of mourning for India, for humanity. Pained. Who wants this? Who endorses this! Let's ask the right questions & give answers that offer solutions not accusations to stop this mindless killing of people. Let us stop blaming. Let us live. In peace. Let's value life! #Pulwama https://t.co/h8u5W3vQQZ
— Mithali Raj (@M_Raj03) February 14, 2019
ঘটনার কড়া নিন্দা করে শোক প্রকাশ করেছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজও।
আরও পড়ুন - পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলার পেছনে আফগান যুদ্ধের এক প্রাক্তন আইইডি বিশেষজ্ঞ!