অভিশপ্ত কৈশর, পুণেতে কিশোরী কন্যাকে ধর্ষণ করল তার নিজের বাবা

অভিশপ্ত শৈশব। ঘরের চার দেওয়ালের মধ্যেই নিজের সব থেকে সুরক্ষিত অবলম্বন অন্ধকার হয়ে নেমে এল পুণের এক কিশোরীর জীবনে। পুণের পিমপ্রিতে ১১ বছরের কিশোরী ধর্ষিত হল তার নিজের বাবার কাছে।

Updated By: Feb 28, 2014, 03:34 PM IST

অভিশপ্ত শৈশব। ঘরের চার দেওয়ালের মধ্যেই নিজের সব থেকে সুরক্ষিত অবলম্বন অন্ধকার হয়ে নেমে এল পুণের এক কিশোরীর জীবনে। পুণের পিমপ্রিতে ১১ বছরের কিশোরী ধর্ষিত হল তার নিজের বাবার কাছে।

পেশায় শ্রমিক অভিযুক্ত গত ২০ দিন ধরে নিজের মেয়ের উপরই যৌন নির্যাতন চালিয়েছে। কারোর কাছে মুখ খুললেই মেয়েকে খুন করার হুমকি দিয়েছিল সে। ভয়ে, আতঙ্কে মুখ বুজে নিজের উপর অত্যাচার সহ্য করে যাচ্ছিল ছোট্ট মেয়েটা। গত সোমবার ওই কিশোরীর মা স্বামীকে এই জঘন্য অপকর্ম করতে দেখে ফেলেন।

অভিযুক্ত ওই ব্যক্তি তার স্ত্রীকেও খুন করার হুমকি দেয়। কিন্তু মেয়ের উপর এই অত্যাচার মুখ বুজে সহ্য করেননি মা। চলতি সপ্তাহের বুধবার স্বামীর বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। তবে অভিযুক্তকে এখনও পর্যন্ত ধরতে পারেনি পুলিস। বর্তমানে সে ফেরার।

.