বেপরোয়া গাড়িচালকদের বাগে আনতে পুণের রাস্তায় বসল ‘টায়ার কিলার’

এটি একদিকে একটি ধাতব স্পিড ব্রেকার। অন্যদিকে এটির কাজ হল ‌যান চলাচল রুখে দেওয়া

Updated By: Mar 31, 2018, 09:51 PM IST
বেপরোয়া গাড়িচালকদের বাগে আনতে পুণের রাস্তায় বসল ‘টায়ার কিলার’

বেপরোয়া গাড়িচালকদের বাগে আনতে পুণের রাস্তায় বসল ‘টায়ার কিলার’

নিজস্ব প্রতিবেদন: এবার বেয়াড়া গাড়ি চালকদের বাগে আনতে নতুন ব্যবস্থা চালু করল পুণে পুলিস। এতে বেপরোয়া চালকদের পেছনে দৌড়ানোর প্রয়োজন নেই। বরং নতুন ব্যবস্থায় তাদের মোক্ষম শিক্ষা হয়ে ‌যাবে। এমনটাই মনে করছে পুণের ট্রাফিক পুলিস।

কেমন এই ব্যবস্থা? এটি একদিকে একটি ধাতব স্পিড ব্রেকার। অন্যদিকে এটির কাজ হল ‌যান চলাচল রুখে দেওয়া। একটি ধাতব পাতের উপরে সেট করা থাকছে ধারালো কিছু কাঁটা। এক উল্টো দিকটি ঢালু। সেটি রাস্তার উপরে আড়াআড়ি ভাবে পাতা থাকবে। ফলে কোনও গাড়ি এটিকে এড়িয়ে বেপরোয়াভাবে পালাতে পারবে না।

আরও পড়ুন-পঞ্চায়েতে বিজেপিকে রুখতে উন্নয়ন অস্ত্র তৃণমূলের 

এই স্পিড ব্রেকারের ঢালু দিকের উল্টো দিকে থাকবে ওইসব ধারালো ধাতব কাঁটা। ফলে ‌যে গাড়িটি সঠিক দিকে ‌যাবে তার গতি কিছুটা মন্থর হলেও সহজেই পার হয়ে ‌যেতে পারবে। আর ফল্টো দিক থেকে অর্থাৎ ভুল রাস্তায় এলেই টায়ার পাংচার হয়ে ‌যাবে। পুণে ট্রাফিক পুলিস বলছে, এটি হল ‘টায়ার কিলার’।

উল্লেখ্য, মাস খানেক আগে এই ধরনের টায়ার কিলার রাস্তার বসানো হয় পুণের আমানোরা পার্ক এলাকায়। খরচ হয় ১.৭৫ লাখ টাকা। ‌যান নিয়ন্ত্রণে এই ধরনের ব্যবস্থা দেশের

.