Punjab Assembly Election: শান্তিতেই মিটল পঞ্জাবের ভোটগ্রহণ; চন্নি কি যাদুকর, প্রশ্ন অমরিন্দরের

পঞ্জাবে এবার কংগ্রেসের কী হল হবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে

Updated By: Feb 20, 2022, 08:18 PM IST
Punjab Assembly Election: শান্তিতেই মিটল পঞ্জাবের ভোটগ্রহণ; চন্নি কি যাদুকর, প্রশ্ন অমরিন্দরের

নিজস্ব  প্রতিবেদন: ক্যাপ্টেন অমরিন্দর সিং কংগ্রেস ছাড়ার পর পঞ্জাবে কঠিন পরীক্ষার সামনে কংগ্রেস। দিল্লি কংগ্রেসের রীতিমতো মাথাব্যথা আম আদমি পার্টি। সবমিলিয়ে নভজ্যোত সিং সিধু, চরণজিত সিং চন্নি, অমরিন্দর সিং, বিক্রম সিং মাঝথিয়ার ভাগ্য নির্ধারিত হলে গেল আজ। বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে ভোট পড়ল ৬৩ শতাংশেরও বেশি।

রাজ্যের ২৩ জেলার ১১৭ আসনে ভোটগ্রহণ করা হল আজ। লড়াইয়ের ময়দানে ছিলেন ১৩০৪ প্রার্থী। ভোটের ফলাফল কোন দিকে? দুপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং বলেন, চরণজিত সিং চন্নি কি কোনও যাদুকর? 
তিন মাসে উনি আশ্চর্য কিছু করে ফেলবেন? আমরা মনে হয়ে চরণজিত সিং চন্নি কিংবা সিধু দুজনের বেকার লোক। কংগ্রেস অন্য দুনিয়ায় বাস করে। এবার আমরা বিপুল ভোটে জয়ী হব। 

পঞ্জাবে এবার কংগ্রেসের কী হল হবে তা নিয়ে বেশ সন্দেহ রয়েছে। তবে রবিবার কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী রাজ্যবাসীর কাছে আবেদন করেন, পঞ্জাবিদের সম্মান রক্ষায় একজোট হয়ে ভোট দিন। রাজ্যবাসী চায় শান্তি ও উন্নয়ন। আপনাদের প্রতি ভোটে রাজ্যের উন্নয়নে গতি আনবে। অন্যদিকে, কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি বলেন, জাতপাতের বাইরে বেরিয়ে রাজ্যের উন্নয়নের জন্য ভোট দিন।

অমৃতসর পূর্ব আসন থেকে লড়াই করছেন শিরোমনি অকালি দল নেতা বিক্রম সিং মাঝিথিয়া। তাঁর দাবি, এই ভোটে মানুষ জিতবে। সিধু ঘৃণার রাজনীতি প্রত্য়াখান করবে মানুষজন। রাজ্যে গত কয়েক বছরে কর্মসংস্থান নেই, ব্যবসায় উন্নতি নেই। শ্রমিক শ্রেণির কোনও স্বার্থই দেখেনি রাজ্য সরকার।

শিরোমনি অকালি দল নেতা হরসিমরত কৌর বলেন, মানুষ চান একটি স্থায়ী সরকার। সীমান্ত ঘোঁসা আমাদের রাজ্যে। ফলে আমাদের রাজ্যের নিরাপত্তা নিয়ে সমস্যা রয়েছে। মানুষ তা বোঝে। সেই বুঝেই মানুষ অকালি দলকে ভোট দেবে বলে আমার বিশ্বাস।

আরও পড়ুন-Rape: গভীর রাতে বাড়িতে ঢুকল চোর, বিষ্ণুপুরে বৃদ্ধাকে 'ধর্ষণ'!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.