ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিহীন ৬০, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর, ঘোষণা ক্ষতিপূরণের
ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ভিনি মহাজনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি। সেইসঙ্গেই ৬০ জনের প্রত্যেকের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বাদল।
ওয়েব ডেস্ক: ছানি অপারেশন করাতে গিয়ে দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল। স্বাস্থ্য দফতরের প্রধান সচিব ভিনি মহাজনকে তদন্তের দায়িত্ব দিয়েছেন তিনি। সেইসঙ্গেই ৬০ জনের প্রত্যেকের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন বাদল।
কিছু দিন আগে একটি স্বেচ্ছাসেবি সংস্থার উদ্যোগে অমৃতসরের ঘুমন গ্রামে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখানে চোখ পরীক্ষা করান নিকটবর্তী গ্রামগুলির বহু মানুষ। ৬০ জনের চোখে ছানি ধরা পড়ায় অস্ত্রোপচার হয় গ্রামের একটি বেসরকারি হাসপাতালে। অভিযোগ, এরপরই দৃষ্টি হারান ৬০ জন। তাঁদের সকলেরই বয়স ষাটোর্দ্ধ। এঁদের মধ্যে ১৬ জনকে আমৃতসরের ইএনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভর্তি অমৃতসর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
দৃষ্টিশক্তি হারানো ১৬ জন রোগী অমৃতসরের ডেপুটি কমিশনার রবি ভগতের কাছে স্বেচ্ছাসেবি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অস্ত্রপচার করা হয়েছে বলে জানা গিয়েছে। এমনকী, শিবির করার আগে গুরুদাসপুর ও অমৃতসরের সদর দফতরের অনুমতিও নেওয়া হয়নি বলেও জানা গিয়েছে। দৃষ্টিশক্তি হারানো ৬০ জন রোগীরই আর্থিক অবস্থা দুর্বল। ফলে আপাতত ইএনটি হাসপাতালেই বিনামূল্যে চিকিত্সা চলছে তাদের।